Advertisement
Us Bangla Airlines
গড় ৯, ডাক ৪— এমন ব্যাটারও বাংলাদেশ দলে ‘অটোচয়েস’!

গড় ৯, ডাক ৪— এমন ব্যাটারও বাংলাদেশ দলে ‘অটোচয়েস’!

খেলা ডেস্ক

০২ জুলাই ২০২৫, ১৩:০৮

আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করেছেন লিটন দাস। ব্যাট হাতে এখনো সেভাবে ধারাবাহিক হতে পারেননি এই ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে মাঝে দুই বছর কিছুটা প্রত্যাশিত পারফরম্যান্স দেখা গেলেও ওয়ানডেতে বেশ পিছিয়ে লিটন। ব্যর্থতার বেড়াজালে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা পাননি এই ক্রিকেটার।

সাদা বলের ক্রিকেটে নিজেকে যোগ্য করে উপস্থাপন করতে না পারায় বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন লিটন। এরপর ঘরোয়া লিগেও বলার মতো পারফরম্যান্স করতে পারেননি। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে আচমকা ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে যান এই ব্যাটার। মাঝে পেয়েছেন টি-টোয়েন্টির নেতৃত্বও।

পিএসএলে না খেলেই দেশে ফিরছেন লিটন, কারণ কী?

সম্ভাব্য মেধাবী ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ১০ বছর সময় পার করা লিটন ওয়ানডেতে বেশ পিছিয়ে। প্রায়ই ওপেনিং পজিশনে খেলা এই ক্রিকেটারের ব্যাটিং গড় মাত্র ৩০! আধুনিক ক্রিকেটের সঙ্গে যা বেমানানই বটে। তবে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের আমলনামা শুনলে তাকে দলে নিতে চাইবে না কেউ।

লঙ্কানদের বিপক্ষে ইতোমধ্যে ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লিটন দাস। যার চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। রান পাওয়া বাকি তিন ম্যাচে সর্বোচ্চ স্কোর মাত্র ২৫। সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচে লিটনের ব্যাটিং গড় মাত্র ৯! এমন ব্যাটারকে দলে অটোচয়েস হিসেবে খেলাবেন অধিনায়ক মিরাজ।

গতকাল লিটনের সেরা একাদশে থাকার ব্যাপার নিশ্চিত করে মিরাজ জানিয়েছিলেন, ‘মুশফিক ও রিয়াদ ভাইয়ের ব্যাটিং পজিশনের একটিতে আমি নিজে ব্যাটিং করতে পারি। আরেক জায়গায় খেলবেন লিটন দাস। কারণ সেখান থেকেই কিন্তু খেলাটাকে বানাতে (বড় স্কোরের দিকে এগিয়ে নিতে) হয়।’

শুধু শ্রীলঙ্কা নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে এর চেয়ে বেশি বিপর্যস্ত লিটন দাস। কিউইদের বিপক্ষে ১১ ইনিংস ব্যাট করে মাত্র ৭ গড়ে ৭৮ রান করেছিলেন এই ব্যাটার। তবে শূন্য রানে বেশি আউট হওয়ার প্রতিপক্ষ হিসেবে এগিয়ে থাকছে শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের বিপক্ষে চারবার খালি হাতে ফিরেছেন টাইগার ওপেনার।

এদিকে গেল বছর বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লিটন দাস। ৫ ম্যাচে ৩ বার শূন্য রানে আউট হওয়াসহ রান করেছেন মাত্র ৬! ওয়ানডে ক্রিকেটে টাইগার বোলারদের চেয়েও রান সংখ্যা বেশ পিছিয়ে ছিলেন এই ক্রিকেটার। দেখার পালা, ওয়ানডে চলতি বছর কীভাবে পার করেন লিটন।

এমআই