Advertisement
Us Bangla Airlines
সিরিজ হার ‘জীবনের অংশ’ জানিয়ে যা বললেন লিটন

সিরিজ হার ‘জীবনের অংশ’ জানিয়ে যা বললেন লিটন

খেলা ডেস্ক

২২ মে ২০২৫, ১২:১৩

আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের বিপক্ষে এর আগে ৩ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচেই সেবার জয়ের মুখ দেখেছিল টাইগাররা। এবার ঘটনা হলো উল্টো। তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচই হেরে বসেছে লিটন দাসের দল। তাতে আমিরাতের বিপক্ষে ইতিহাসে প্রথমবার সিরিজ হারল বাংলাদেশ।

মরুর দেশের বিপক্ষে এমন হারের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। শক্তিমত্তার জায়গা বোলিংয়েও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। ফলে দুই শতাধিক রান করেও সহযোগী দেশের বিপক্ষে হারতে হয়েছে লিটনদের। ম্যাচ শেষে হারের কারণও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক।

সিরিজ রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

তিনি বলেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না, এখানে এলে সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়ে আসবেন আপনি। এগুলো আসলে জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’  

ব্যাটিং ইউনিটের ব্যর্থতাটাই বড় করে দেখছেন লিটন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট, কন্ডিশনে ৩ ম্যাচ বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।’

সিরিজ থেকে ইতিবাচকতা নিয়ে লিটন বলেন, ‘অবশ্যই পারভেজ (হোসেন) ইমন এবং তানজিদ (হাসান) তামিম (ইতিবাচক ছিল)। কিছু ম্যাচে জাকের (আলী অনিক)-(তাওহিদ) হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’

আমিরাতকে নিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই দারুণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়ত। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’

এমআই