
শ্রীলঙ্কার বিপক্ষে সেরা পাঁচের কেউই নেই এবার
খেলা ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৮:৪৩
মুশফিকুর রহিমকে সামাজিকমাধ্যমে ‘ড্যাডি অব লঙ্কা’ বলে উপাধি দিয়েছে টাইগার ভক্তরা। এমন উপাধিকে অযৌক্তিক বলার সুযোগ নেই। ক্রিকেটের তিন সংস্করণে শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে ওঠতেন মুশফিকুর রহিম। সম্প্রতি হওয়া টেস্ট সিরিজেও লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১৫০০-এর বেশি রান করেছেন মুশফিকুর রহিম। টেস্টে অন্য কোনো দলের বিপক্ষে হাজার রানও করতে পারেননি এই ক্রিকেটার। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২০৭ রান করেছেন টাইগারদের সাবেক এই ক্রিকেটার। দুই দলের মুখোমুখিতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
ওয়ানডেতে এই রেকর্ড গড়তে সাঙ্গাকারা, জয়বার্ধনকেও পেছনে ফেলেছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান করা এই ক্রিকেটারকে এবার দলে পাচ্ছে না বাংলাদেশ। গেল চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
মুশফিক ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন তামিম ইকবাল (৭৪৮), সাকিব আল হাসান (৭১৬), মাহমুদউল্লাহ রিয়াদ (৬৩৭) ও মোহাম্মদ আশরাফুল (৫৭৩)। ওয়ানডে ক্রিকেটকে সাকিব আনুষ্ঠানিক বিদায় না জানালেও বাকিরা ইতোমধ্যে অবসর নিয়েছেন।
ফর্ম বিবেচনা এবং রাজনৈতিক অস্থিরতায় জাতীয় দলের পোশাকে সাকিবের ফেরাটাও অনিশ্চিত। ফলে শ্রীলঙ্কা সিরিজে জায়গা পাননি এই ক্রিকেটার। সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেরা ৫ রান সংগ্রাহক ছাড়া এবারই প্রথম খেলতে যাবে বাংলাদেশ দল।
শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেটের ৫ সিনিয়র ক্রিকেটার ছাড়া এবারই প্রথম ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। সেই পাঁচ জনের চার জন আবার লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে, মাশরাফি বিন মুর্তাজা বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটার
ব্যাটার | ইনিংস | রান |
---|---|---|
মুশফিকুর রহিম | ৩৭ | ১২০৭ |
তামিম ইকবাল | ২৬ | ৭৪৮ |
সাকিব আল হাসান | ২৬ | ৭১৬ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ৩১ | ৬৩৭ |
মোহাম্মদ আশরাফুল | ২৫ | ৫৭৩ |
এমআই