Advertisement
Us Bangla Airlines
নতুন দুই ভেন্যুসহ তিন জেলায় হবে এনসিএল টি-টোয়েন্টি

নতুন দুই ভেন্যুসহ তিন জেলায় হবে এনসিএল টি-টোয়েন্টি

খেলা ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ২০:০৭

টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের ক্রিকেটারদের প্রতিযোগিতা বাড়াতে গেল বছর থেকে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়েছে। চারদিনের এনসিএলের মতোই বিভাগীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট গেল আসরে শুরু সিলেটেই অনুষ্ঠিত হয়েছিল।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টকে আরও সাজিয়ে তুলতে ভিন্ন রূপ দিয়েছে বিসিবি। দেশের বিভিন্ন প্রান্তে এই আয়োজনের জনপ্রিয়তা ছড়াতে এবং পিচের উন্নতিতে এবার তিনটি জেলায় আয়োজিত হবে কুড়ি ওভারের এই প্রতিযোগিতা। গেল আসরের সিলেটের পাশাপাশি বগুড়া ও রাজশাহীতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘ভেন্যু নিয়ে আমাদের লম্বা সভা হয়েছে। এক জায়গায় দুটি মাঠ দরকার হয়। অনেক চিন্তা করে বগুড়া, রাজশাহী ও সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার বাইরের দর্শকদের মাঝে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘বগুড়ায় বিপিএলের ব্যাপক চাহিদা রয়েছে। তারা সবসময় বলে খেলা আয়োজনের কথা। রাজশাহীতেও ভালো ক্রিকেটার উঠে আসছে। সিলেট তো এখন দেশের মূল ভেন্যুগুলোর একটি’-যোগ করেন বিসিবি পরিচালক আকরাম খান।

তিনটি ভেন্যুর মাঠ ও সুযোগ-সুবিধা নিয়ে বিসিবি কাজ শুরু করেছে। আকরাম খান বলেন, ‘আমরা ভালো উইকেট চাই। টি-টোয়েন্টিতে যেন প্রচুর রান হয়, সেটাও বিবেচনায় রেখেছি। এমএ আজিজে লাইট থাকলেও উইকেটের মান খারাপ হওয়ায় বাদ দিয়েছি। বগুড়ায় যা শুনেছি, মোটামুটি ভালো অবস্থায় আছে।’

গতবার খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে। বাড়ানো হচ্ছে অন্যান্য সুযোগ-সুবিধাও। বিসিবির লক্ষ্য, এনসিএল টি-টোয়েন্টিকে ধাপে ধাপে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

এমআই