Advertisement
Us Bangla Airlines
স্ট্রোক করার পর কেমন আছেন বাংলাদেশের হেড কোচ?

স্ট্রোক করার পর কেমন আছেন বাংলাদেশের হেড কোচ?

খেলা ডেস্ক

০১ অক্টোবর ২০২৫, ২২:১৪

নারী ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে হঠাৎ দুঃসংবাদে উদ্বিগ্ন হয়ে পড়ে বাংলাদেশ শিবির। টাইগ্রেসদের প্রধান কোচ সারোয়ার ইমরান গত রোববার মাইনর স্ট্রোক করেন। তবে ভালো খবর হলো—দ্রুতই উন্নতির পথে আছেন অভিজ্ঞ এই কোচ। বর্তমানে শ্রীলঙ্কায় নারী দলের সঙ্গে অবস্থান করছেন তিনি।

নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সারোয়ার ইমরান বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। শ্রীলঙ্কায় আছি আমরা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই।’

রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সারোয়ার ইমরান। দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে মাইল্ড স্ট্রোক। তবে চিকিৎসা ও বিশ্রামের পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। দলের সঙ্গে থেকে দায়িত্ব পালন করছেন স্বাভাবিকভাবেই।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান সারোয়ার ইমরান। তার কোচিংয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে টাইগ্রেসরা নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নেয় মূল পর্বে। ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ২ অক্টোবর মাঠে নামবে টাইগ্রেসরা। হেড কোচ কিছুটা অসুস্থ হলেও, দল ইতিবাচক মনোভাব নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

এমআই