
১ বলে ১৫ রান, ঘটনাবহুল ওভার নিয়ে যা বললেন খুলনা কোচ
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ২২:৪২
বিপিএলের একাদশ আসরে এসে বিশ্বরেকর্ড গড়লেন খুলনা টাইগার্সের পেসার ওশান থমাস। ওয়াইড আর নো বলের সম্মিলিত মিলনে ম্যাচের প্রথম বলেই ১৫ রান দিয়েছেন তিনি। যা স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বড় লজ্জার রেকর্ড। এর আগে এক বলে এত রান খরচ করেননি কোন বোলার।
শুধু রানের বিচারে নয়, বলের বিচারেও বেশ খরুচে ছিলেন ক্যারিবিয়ান থমাস। প্রথম ওভার করতে হাত ঘুরিয়েছেন ১২ বল। কুড়ি ওভারের ক্রিকেটে অবশ্য এর চেয়ে বেশি বল করার রেকর্ড আছে। তবে বিপিএলের ইতিহাসে এত দীর্ঘ ওভার এবারই প্রথম দেখল ক্রিকেট ভক্তরা।
ম্যাচের প্রথম ওভারে নানান ঘটনার জন্ম দেওয়া খুলনা অবশ্য ম্যাচটা জিতেছে ৩৭ রানে। যদিও এর আগে ব্যাট করতে নেমে উইলিয়াম বোসিস্টো আর মাহিদুলের ঝড়ো ফিফটিতে ২০৩ রানের বড় সংগ্রহ পায় খুলনা। পরবর্তীতে ওশান থমাস ছাড়া বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসরের প্রথম ম্যাচেই জয় পায় মেহেদী মিরাজের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন খুলনার প্রধান কোচ তালহা জুবায়ের। সেখানে প্রথম বলে ১৫ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে প্রথম বলে যখন উইকেট পড়ে গেছে, তারপর যখন হঠাৎ করে দেখলাম নো বল এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ ওটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে বলটা আসলেই নো বল ছিল কি না।’
‘ওইটার রিপ্লে তারা দেখায়নি, ওইটার রিপ্লে আমি দেখতে চাইবো যে বলটার ভিডিও আমি চাই। সেকেন্ড অব অল তারপর যেটা শুরু হলো- আমিও কখনও দেখি নাই এক বলে ১৫ রান, নো বল……… তবে অনেকদিন ধরেন বোলারের শুরুটা ভালো যায় না।’-যোগ করেন তিনি।
ক্যারিবিয়ান বোলারকে নিয়ে এ কোচ বলেন, ‘ওশানে থমাসের গঠনটাও দেখবেন খুবই বাল্কি, লম্বা-চওড়া। সুতরাং ওকে আসলে- এই ধরনের প্লেয়ার যারা থাকে তারা এ রকম থাকে এবং থমাসের ফিটনেসে একটু ঘাটতি আছে আমার কাছে মনে হয় অ্যাজ এ ফাস্ট বোলার। ব্যাড ডে ছিল হয়তো বা রিদমটা পায়নি।’
তিনি বলেন, ‘থমাসের তো নো বলের টেন্ডসি একটা আছে, ইন্টারন্যাশন্যাল ম্যাচেও আমরা দেখেছি ওর নো বল হয়। বড় রান-আপ নিয়ে হয়তো কখনও কাজ করেনি। এই প্রব্লেমটা নিয়ে হয়তো কখনও কাজ করেনি। এই কারণে হয়তো এই প্রব্লেমটা নিয়ে। বাট ইটস ভেরি নিউ এক বলে ১৫ রান দেওয়া।’
এমআই