Advertisement
Us Bangla Airlines
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতল বসুন্ধরা কিংস
ফেডারেশন কাপ

পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতল বসুন্ধরা কিংস

খেলা ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৮

সময়টা ভালো যাচ্ছিল না বসুন্ধরা কিংসের। টানা তিন ম্যাচে জয় বিমুখ বর্তমান চ্যাম্পিয়নরা। মাঝে ফেডারেশন কাপের ম্যাচে ফর্টিস এফসির কাছেও হেরেছিল তপু বর্মনদের দল। কিংস অ্যারেনায় আজ (৩১ ডিসেম্বর) নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে রোমাঞ্চ ছড়িয়েছে বসুন্ধরা। ফার্নান্দেজদের পায়ে গোল পাওয়া বসুন্ধরা এগিয়ে যাওয়ার খানিক পরেই গোল শোধ করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো এ ম্যাচে অবশ্য শেষ হাসিটা হেসেছে বসুন্ধরা কিংস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে দলটি। কিংসদের হয়ে তপু বর্মন, মিগেল দামাসেনা ও ফার্নান্দেজ করেছেন ১টি করে গোল। ফেডারেশন কাপে এটি তপুর দ্বিতীয় গোল। প্রথম ম্যাচে তাঁর গোলেই ব্রাদার্সকে হারিয়েছিল কিংস। 

মিগুয়েলের গোলটি এসেছে মজিবর রহমানের তৈরি করা দারুণ এক আক্রমণ থেকে। সেই মিগুয়েলেরই শর্ট কর্নার ধরে ফয়সাল আহমেদ ব্যাক হিল করে আবারও মিগুয়েলকে দিলে তাঁর ক্রস থেকে কিংসের শেষ গোলটি করেন ফার্নান্দেজ।

পুলিশের জার্সিতে জোড়া গোল করেছেন আল আমিন। দল হারলেও যশোর শামস উল হুদা একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার ম্যাচে আলাদা নজর কেড়েছেন। দক্ষতার পাশাপাশি নিজের বুদ্ধিমত্তার জন্য আলাদা করে বাহবা পেতে পারেন পুলিশের এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে ৬ গোল করা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আল আমিনের দুটো গোলই ছিল অসাধারণ।

এদিকে ম্যাচ জিতলেও রক্ষণাভাগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বসুন্ধরা কিংস। আগে বসুন্ধরা কিংসের বিপক্ষে বড় দলগুলোর গোল দিতেই কষ্ট হতো। এই মৌসুমে যে কোন দলই প্রতি ম্যাচে গোল দিচ্ছে বসুন্ধরা কিংসের জালে। যদিও ইনজুরি কাটিয়ে বিশ্বনাথ ঘোষ এবং তারেক কাজি একাদশে ফিরলে এ বিভাগে কিছুটা শক্তি বাড়বে বসুন্ধরা কিংসের। তবুও শিরোপা ধরে রাখতে রক্ষণাভাগ শক্তিশালী করার বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।

Bashundhara Kings 3-2 Bangladesh Police FC. Bashundhara Group Federation Cup 2024-25 #BashundharaKings #BashundharaGroup

উল্লেখ্য, ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বসুন্ধরা কিংস। ২ ম্যাচে ১ হার, ১ ড্রয়ে মাত্র ১ পয়েন্ট পুলিশের।

এমআই