Advertisement
Us Bangla Airlines
সরে গেলেন তামিম, সভাপতি বুলবুল না ফারুক!

সরে গেলেন তামিম, সভাপতি বুলবুল না ফারুক!

খেলা ডেস্ক

০১ অক্টোবর ২০২৫, ২২:৩৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে যে উত্তাপ ছিল, তা আজ সকালে কিছুটা ম্লান হলেও নতুনভাবে তৈরি হয়েছে নাটকীয়তা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী অনেক প্রার্থী মনোনয়ন থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে তামিমের সভাপতি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে।

এখন পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী, সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ প্রায় মসৃণ। তবে বিসিবির নির্বাচনে সময় সময় নতুন মোড় আসায় শেষ মুহূর্তেও অন্য কোনো চমক আঘাত দিতে পারে বলে অনেকে মনে করছেন।

নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। তিনি ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালকের জন্য প্রার্থী হয়েছেন। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অপসারণের পর আবারও এই আসনে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তিনি।

ক্লাব ক্যাটাগরিতে বেশ কিছু প্রার্থী সরে গেলেও কিছু জায়গায় ভোটাভুটি হবে, যেখানে বুলবুলের বিপক্ষে চ্যালেঞ্জ জানানো হতে পারে। তবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার পথে।

নির্বাচনের এ পর্যায়ে তামিমের সরে যাওয়া ও ফারুকের প্রত্যাবর্তন যেন পুরো নির্বাচনী প্রক্রিয়াটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—এই নাটকীয়তায় কি কেউ বড় ধাক্কা দিতে পারবে?