Advertisement
Us Bangla Airlines
ব্যাট হাতে বিপিএল মাতানো ক্লার্কের চমক!

ব্যাট হাতে বিপিএল মাতানো ক্লার্কের চমক!

খেলা ডেস্ক

১৪ আগস্ট ২০২৫, ১৩:৪৫

গ্রাহাম ক্লার্ককে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে থাকার কথা। বিপিএলের সবশেষ আসরে চিটাগং কিংসের জার্সিতে চমৎকার কিছু ইনিংস উপহার দিয়েছেন এই ব্যাটার। এবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেও ব্যাট হাতে চমক দেখাচ্ছেন তিনি। গতকাল ম্যাচের শেষ বলে ছক্কা মেরে নিজের দল নর্দান সুপারচার্জার্সকে জিতিয়েছেন এই ক্রিকেটার।

বুধবার সাউথ্যাম্পটনে শতবলের টুর্নামেন্টে নর্দান সুপারচার্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত তিন উইকেট হারায় সাউদার্ন ব্রেভ। শেষ পর্যন্ত ১০০ বলে ১৩৯ রানের পুঁজি পায় দলটি। লরি ইভান্স করেন ৩৪ বলে ৫৩, জেমস কোলস অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৯ করে। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল করেন ১১ বলে ১৫।

সুপারচার্জার্সের নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি নেন তিন উইকেট, তার স্বদেশি মিচেল স্যান্টনার দুটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হারায় বিপিএলের পরিচিত মুখ ডেভিড মালানকে। পরে জ্যাক ক্রলি আউট হন ১৮ বলে ২৯ রান করে, হ্যারি ব্রুক করেন ১৬ বলে ২৪। মিচেল স্যান্টনার ফিরে যান ১৬ বলে ২৪ করে। তাতেও শেষ ১০ বলে নর্দান সুপারচার্জার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান, উইকেট বাকি পাঁচটি।

সুপারচার্জার্সের সহজ সমীকরণকে কঠিন করে তুলেন ইংলিশ তারকা জোফরা আর্চার। ৫ বলে এক রান খরচায় তুলে নেন দুই উইকেট। তাতে ম্যাচ জয়ে সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১০ রান। শেষ ওভারে বল করতে আসেন সাউদার্ন ব্রেভের টাইমল মিলস। প্রথম চার বলে মাত্র পাঁচ রান খরচ করেছেন তিনি। ফলে সুপারচার্জার্সের শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান

স্ট্রাইকে তখন চিটাগং কিংসের জার্সিতে বিপিএল মাতিয়ে যাওয়া গ্রাহাম ক্লার্ক। ম্যাচ জিততে তখন শেষ বলে ছক্কা ছাড়া আর উপায় নেই। বাঁহাতি পেসার টাইমাল মিলস রাউন্ড দা উইকেটে স্লোয়ার ডেলিভারি করলেন অফ স্টাম্পের বাইরে। স্লোয়ারটি ধরতে পেরে দারুণ টাইমিংয়ে লং অন দিয়ে উড়িয়ে দিলেন ক্লার্ক। তাতেই ৩ উইকেটের জয় পায় সুপারচার্জার্স।

ক্রিকেটাঙ্গনে খুব বড় নাম নয় গ্রাহাম ক্লার্ক। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটসহ ঘরোয়া লিগের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন এই ক্রিকেটার। বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিপিএল দিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে ৪৩১ রান করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

এমআই