Advertisement
Us Bangla Airlines
ফাইনাল ম্যাচে ইতিহাস গড়লেন ইমন-নাফে

ফাইনাল ম্যাচে ইতিহাস গড়লেন ইমন-নাফে

খেলা ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৩

বিপিএলের ফাইনাল ম্যাচটা যেন স্মরণীয় করে রাখলেন চিটাগং কিংসের দুই ওপেনার। বরিশালের বোলারদের পাত্তা না দিয়ে শুরু থেকেই চার-ছয়ের ফুলঝুরিতে মেতেছিলেন পারভেজ হোসেন ইমন এবং পাকিস্তানের খাজা নাফে। তাতে পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৫৭ রান তুলেন এই দুই ব্যাটার। 

নির্ধারিত ছয় ওভার শেষেও চিটাগং ওপেনারদের ব্যাট হেসেছে। ইনিংসের ১১তম ওভারেই দলীয় ১০০ রান করেছিলেন এই দুই তরুণ। বিপিএলের ইতিহাসে ফাইনাল ম্যাচে কখনোই শতরানের ওপেনিং জুটি দেখা যায়নি। এবার রেকর্ডের খাতায় নতুন মাইলফলক যোগ করলেন চিটাগংয়ের দুই ওপেনার। এর আগে ফাইনালে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ফরচুন বরিশালের।

বিপিএলের গত মৌসুমে বরিশালের জার্সিতে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ সেবার ৭৬ রানের জুটি গড়েছিলেন। যা এখন বিপিএলের তৃতীয় সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপটি হয়েছে চলতি আসরের ফাইনালে। কিংসদের বিপক্ষে হৃদয়কে সাথে নিয়ে এবারও ৭৬ রানের ওপেনিং জুটি করেছেন তামিম ইকবাল।

ফাইনালে চিটাগংয়ের রান পাহাড়, বরিশালের প্রয়োজন ১৯৫ রান

সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ইমন-নাফের জুটি তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে। রেকর্ড ১৫৯ রানের জুটিটা হয়েছে আইপিএলে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০১১ আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মাইকেল হাসি ও মুরালি বিজয়ের।

এদিকে ফাইনাল ম্যাচ ছাড়াও চিটাগং কিংসের জার্সিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন ইমন-নাফে। এর আগে এই জুটির মালিক ছিলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর এবং বাংলাদেশের নাইম ইসলাম। ২০১৩ সালে চিটাগংয়ের জার্সিতে তারা এই রেকর্ড গড়েন।

ইমন-নাফের রেকর্ড জুটিতে রানের পাহাড় করেছে চিটাগং কিংস। বিপিএলের ফাইনালে এটি তৃতীয় সর্বোচ্চ। শিরোপা ধরে রাখতে হলে ফরচুন বরিশালকে গড়তে হবে রান তাড়ার রেকর্ড। বিপিএলের ফাইনালে ১৮০ রান তাড়ার কীর্তি নেই একটিও। ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এমআই