Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশি বোলারদের মধ্যে যে রেকর্ড কেবল তাইজুলের!

বাংলাদেশি বোলারদের মধ্যে যে রেকর্ড কেবল তাইজুলের!

খেলা ডেস্ক

২৬ জুন ২০২৫, ১৭:৩২

টাইগার বোলারদের শুরু থেকেই তুলোধুনো করছে শ্রীলঙ্কান ব্যাটাররা। দলীয় সংগ্রহে ইতোমধ্যে ২০০ ছাড়ানো শ্রীলঙ্কা মাত্র একটি উইকেট হারিয়েছে। ইনিংসের ২৪তম ওভারে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাতে বল হাতে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ইতোমধ্যে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। সিরিজের প্রথম ম্যাচে চারটি উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শুরুর উইকেট শিকার করেছেন এই বাঁহাতি। এতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল।

২০১৯ সাল থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে আইসিসি। টেস্ট ফরম্যাটের এই প্রতিযোগিতা ইতোমধ্যে তিনটি মৌসুম পার করেছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ মৌসুম শুরু করেছে আইসিসি। নতুন চক্রের শুরুতেই বড় মাইলফলক ছুঁয়েছেন তাইজুল ইসলাম।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে ১৬ জন বোলার ১০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। এ তালিকায় সবশেষ নাম তাইজুল ইসলাম। ২৫ ম্যাচে ৩৫ গড়ে উইকেটের সেঞ্চুরিতে নাম লিখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাইজুলের পরে এ তালিকায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

কত রানের লিড চায় বাংলাদেশ দল?

টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৯ ম্যাচ খেলে ইতোমধ্যে ৮৭ উইকেট শিকার করেছেন মিরাজ। যেখানে ৩৩ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে যৌথভাবে তিনে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। দুই পেসারের কেউই অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে খেলছেন না।

এদিকে বিশ্বের ষষ্ঠ স্পিনার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। এর আগে অস্ট্রেলিয়ার ন্যাথান লায়ন, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের জ্যাক লিচ, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এই মাইলফলক অর্জন করেছেন।

৩৪ ইনিংস কম খেলেই রাবাদাকে ছুঁলেন তাইজুল

ফাস্ট বোলারদের মধ্যে এই মাইলফলক ছুঁয়েছেন প্যাট কামিন্স, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা, স্টুয়ার্ট ব্রড, টিম সাউদি, জশ হ্যাজলউড, জেমস অ্যান্ডারসন, মোহাম্মদ সিরাজ, ক্রিস ওকস ও মিচেল স্টার্ক।

এমআই