
টেস্ট ক্যারিয়ারে আরও পাঁচ রেকর্ড গড়ার পথে জো রুট
খেলা ডেস্ক
২০ জুন ২০২৫, ১৩:১২
ভারতের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। এশিয়ান দলটির বিপক্ষে ইংলিশ একাদশে অবধারিত নাম জো রুট। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পাঁচ কীর্তির সামনে দাঁড়িয়ে এই ক্রিকেটার।
টেস্টে এখন পর্যন্ত ২০৮টি ক্যাচ নিয়েছেন জো রুট। ভারত সিরিজে আর তিনটি ক্যাচ নিতে পারলেই টেস্টে রাহুল দ্রাবিড়ের ক্যাচ ধরার বিশ্বরেকর্ড ভেঙে দেবেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে ভারতীয় কিংবদন্তি দ্রাবিড় মোট ২১০টি ক্যাচ ধরেছেন। তার ওপরে নেই কোনো ক্রিকেটার।
ভারতের বিপক্ষে ৩০ টেস্টে ২ হাজার ৮৪৬ রান করেছেন জো রুট। আসন্ন সিরিজের পাঁচ ম্যাচে ১৫৪ রান করলে ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাবেক ইংলিশ অধিনায়ক। শুভমান গিলদের বিপক্ষে এর আগে টেস্টে তিন হাজার রান করতে পারেননি কোনো ব্যাটার।
গেল জিম্বাবুয়ে সিরিজে টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন জো রুট। ১৫৩ টেস্টে মোট ১৩ হাজার ৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। লাল বলের ক্রিকেটে আর ৩৭৩ রান করলেই রুটের রান হবে ১৩ হাজার ৩৭৯। তাতে অজি মহাতারকা রিকি পন্টিংকে ছাড়িয়ে যাবেন তিনি।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে টেস্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে অবস্থান করছেন। ভারত সিরিজেই তাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করতে চাইবেন জো রুট। ১৫ হাজার ৯২১ রান নিয়ে এ তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার।
ইংল্যান্ডের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪ ম্যাচে ৫ হাজার ৫৪৩ রান করেছেন রুট। যদি এই পাঁচ টেস্টে তিনি অন্তত ৪৫৭ রান করেন তাহলে তার ৬ হাজার রান হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসাবে তিনি এই মাইলফলক স্পর্শ করবেন।
সিরিজের পাঁচ টেস্টে ১৪২ রান করতে পারলে প্রথম ইংলিশ ব্যাটার হিসাবে ভারতের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে ৪০০০ রান হয়ে যাবে রুটের। এই কীর্তি আছে রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার। বিশ্বের চতুর্থ ব্যাটার ও বর্তমানে খেলা একমাত্র ক্রিকেটার হিসেবে এ কীর্তি স্পর্শ করবেন জো রুট।
এমআই