Advertisement
Us Bangla Airlines
বৃষ্টির দৌড়ঝাঁপের মাঝে শিবলির সেঞ্চুরি, বাংলাদেশের ২৩৩

বৃষ্টির দৌড়ঝাঁপের মাঝে শিবলির সেঞ্চুরি, বাংলাদেশের ২৩৩

খেলা ডেস্ক

২০ মে ২০২৫, ১৮:১১

গ্রীষ্মকাল হলেও দেশজুড়ে বৃষ্টির আনাগোনা নিয়মিত। অন্যান্য জেলার তুলনায় চট্টগ্রাম, সিলেটে বৃষ্টিটা একটু বেশিই হয়। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। ম্যাচের শুরু থেকেই চট্টলার আকাশের মন ভারী ছিল। যার প্রভাব ছিল পুরো দিন জুড়ে।

টসের শুরুতে আকাশে রোদ থাকলেও পর্যায়ক্রমে তা নিভু হয়ে ওঠে। মাত্র ১৩তম ওভারেই বৃষ্টির প্রভাবেই বন্ধ হয়ে যায় ম্যাচ। তাতে টস জিতে ব্যাট করা বাংলাদেশ ৬৯ রানের বিনিময়ে ১ উইকেট হারিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের ৩২ ওভারে ফের হানা দিয়েছিল বৃষ্টি। তবে এমন দৌড়ঝাঁপের মাঝেই সেঞ্চুরি করে বসেন টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল বিসিবি

যুব এশিয়া কাপে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন এই ওপেনার। মাঠের চারপাশে খেলতে পারা আশিক জায়গা পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স দলে। এবার বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে বসেছেন এই ওপেনার। ১৬ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েন আশিক।

টাইগার ওপেনারের সেঞ্চুরিতে দিন শেষে মাঝারি পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম দিন শেষে ৭০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে দিপুর দল। অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ১২১ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত আছেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার প্রিতম কুমার ৫৯ বলে ৩ চারে ৩১ রানে অপরাজিত। 

দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ফন ফুরেন, ইনোসেন্ট তুলি ও অস্টিন সাইমলেন একটি করে উইকেট শিকার করেছেন।

এমআই