
টেস্টের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন শান্ত
খেলা ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৮:০৫
ওয়ানডের নেতৃত্ব থেকে সম্প্রতি শান্তকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে নতুন অধিনায়ক হয়েছেন মেহেদি হাসান মিরাজ। বন্ধুর অধিনায়কত্ব পাওয়া নিয়ে হয়তো আক্ষেপ নেই শান্ত’র, তবে ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেওয়ার পদ্ধতিতে নিয়ে নাখোশ তিনি।
ওয়ানডের দায়িত্ব হারানোর পর এখন শুধু টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বিসিবির অপেশাদারিত্বের কারণে সাদা পোশাকের নেতৃত্বও ছাড়তে চলেছেন এই ক্রিকেটার। গতকাল রাতে বিসিবির ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে বিষয়টি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
শান্ত’র অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ইতোমধ্যে ক্রিকেটপাড়ায় বেশ সাড়া ফেলেছে। এর মাঝেই আজ সোমবার কলোম্বোতে দলীয় অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। সেখানে অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গেও কথা বলেছেন এই ক্রিকেটার।
শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’
অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে ছাড়া যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’
এরপরেই শান্ত যোগ করেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে, এই বিষয়ে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আমি আশা করব এটা কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’
এমআই