
পিএসএলে রিশাদের পারফরম্যান্স নিয়ে যা বলছে বিসিবি
খেলা ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলতে গিয়েছেন রিশাদ হোসেন। অভিষেক আসরেই বাজিমাত করছেন এই লেগ স্পিনার। লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদ হোসেন পিএসএলের প্রথম দুই ম্যাচেই ৩ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় বোলার হিসেবে পিএসএলে এমন কীর্তি গড়েছেন বাংলাদেশি লেগি।
রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচেই জয় পায় তার দল লাহোর। এমনকি বাংলাদেশি স্পিনারের কল্যাণে করাচিকে ৫ ম্যাচ পর হারাতে পেরেছে তারা। অভিষেক ম্যাচে ৩১ রানে ৩ উইকেট নেওয়ার পর করাচির বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন বোলার।
জাতীয় দলের পর পিএসএলে দারুণ পারফর্ম করা রিশাদকে নিয়ে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। টাইগার লেগ স্পিনারকে এবার প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
গতকাল সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘রিশাদের সঙ্গে আমার কথা হয়েছে সে খুব ফোকাসড আছে। ভালো পারফরম্যান্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। শুরুতেই ভালো খেলেছে এটা ওকে কনফিডেন্স দেবে। দলে ওর জায়গাটা আরেকটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না। বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই। তো আমি আশা করব এই সুযোগটাকে ও দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা ওকে অন্য এক রিশাদ হিসেবে পাবো এবং পরিণত এক রিশাদকে আমরা হয়তোবা পাবো।’
এমআই