
পিএসএলের যে কীর্তিতে রিশাদের সামনে শুধুই একজন!
খেলা ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১৮:০৮
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ সময় কাটাচ্ছেন লেগস্পিনার রিশাদ হোসেন। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারের সামনে যেন ছড়ি ঘুরাচ্ছেন এই বাংলাদেশি বোলার। ইনিংসের মাঝের ওভারগুলোতে রানের লাগাম টেনে ধরা এবং উইকেট শিকার- দুটোই করছেন রিশাদ। বাংলাদেশি লেগির বোলিংয়ে টানা দুই ম্যাচে জিতেছে তার দল লাহোর কালান্দার্স।
পিএসএলের অভিষেক ম্যাচেই কোয়েটার বিপক্ষে ৩ উইকেট তুলেন রিশাদ হোসেন। সেই ম্যাচে রাইলি রুশো, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদের উইকেট তুলেছেন টাইগার লেগ স্পিনার। পরের ম্যাচেও নিজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন রিশাদ। করাচির শান মাসুদ, ইরফান খান এবং আব্বাস আফ্রিদির উইকেট তুলেছেন তিনি।
পিএসএলে নিজের প্রথম দুই ম্যাচেই ৩ বা এর বেশি উইকেট পাওয়ার কীর্তি ছিল কেবল গ্রান্ট এলিয়টের। ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে এই র্কীতি গড়েন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার। এলিয়ট নিজের প্রথম দুই ম্যাচে পেয়েছিলেন ৭ উইকেট। রিশাদ অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়ে থাকছেন।
তবে পিএসএলে প্রথম দুই ম্যাচে ৩ বা তার বেশি উইকেট পাওয়া দ্বিতীয় বোলার রিশাদ হোসেন। সবমিলিয়ে ৯ বছর ২ মাস ২ দিন কিংবা দিনের হিসেবে ৩ হাজার ৩৪৯ দিন পর এ স্মৃতি ফিরিয়ে আনলেন এই লেগ স্পিনার।
পিএসএলে পুরো আসর খেলার অনুমতি পেয়েছেন রিশাদ হোসেন। নিজের দলের অবস্থানও বেশ শক্তপোক্ত। তাতে আসর শেষে নিজেকে কোথায় রাখবেন, সেটাই দেখার বিষয়।
এমআই