Advertisement
Us Bangla Airlines
বিএসজেএ’র  ১৩ সদস্যের নতুন কমিটি

বিএসজেএ’র  ১৩ সদস্যের নতুন কমিটি

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৪

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ( বিএসজেএ ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (১৮ এপ্রিল) সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি নির্বাচন করা হয়। ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিতে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএসজেএ’র  দ্বিবার্ষিক সাধারণ সভার পর ২০২৫-২৬ সালের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মোঃ শফিকুল করিম সাবু। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান বাবু (জাগোনিউজ২৪ ডট কম) এবং সাধারণ সম্পাদক এস এম সুমন (বৈশাখী টেলিভিশন)।

এছাড়া সহ-সভাপতি পদে রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি) ও আরিফুল ইসলাম রনি (বিডি নিউজ ২৪ ডট কম) ; যুগ্ম সম্পাদক পদে আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন) নির্বাচিত হয়েছেন। 

নির্বাহী সদস্যের ৬ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মন্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান (রাব্বী) (রাইজিং বিডি), আতিফ আজম (দ্য ডেইল সান) ও মোঃ মাঝহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)। 

প্রধান নির্বাচন কমিশনার শফিকুল করিম বলেন, ‘এবার নির্বাচন প্রক্রিয়া বেশ সংক্ষিপ্ত ছিল। নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’ 

নব নির্বাচিত সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এসএম সুমন দুই জন তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন এভাবে, ‘আমাদের উপর আস্থা রাখায় বিএসজেএ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবার সহযোগিতায় আমরা আগামীতে সুন্দরভাবে কর্মকান্ড পরিচালনা করে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে চাই।’
 
দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এটিএম সাইদুজ্জামান। বিদায়ী কমিটির সভাপতি সাইদুজ্জামান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদস্যগণ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিএসজেএ কার্য নির্বাহী কমিটির মেয়াদ দুই বছর। 

এমআই