
স্পিনারের সন্ধানে বিসিবির দেশব্যাপী অভিযান শুরু যেদিন
খেলা ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৪:৫০
স্পিন বোলারের খনি হিসেবে এককালে বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত বাংলাদেশ। শুধু স্পিন বোলারদের ঝলকে বাংলাদেশ বহু ম্যাচ জিতেছে। আবার একজন পেসারের সঙ্গে বাকিটা স্পিনার দিয়ে ম্যাচ চালিয়ে নিয়েছে বাংলাদেশ। তবে টাইগার ক্রিকেটে সেই জৌলুস আর নেই। সাকিবের পর আর বলার মতো স্পিনার ওঠে আসেনি।
এবার প্রতিভাবান স্পিনারের সন্ধানে দেশব্যাপী অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুন মাস থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে।
স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর তার অধীনেই রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি। বর্তমানে সেখান থেকে ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আমরা জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব।’
একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি। কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’
এমআই