
নতুন কোচের সন্ধানে বিসিবি, তালিকায় আছেন যারা
খেলা ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৩:০০
লঙ্কান কোচ হাথুরুসিং দ্বিতীয় মেয়াদে ফেরার পর কোচিং প্যানেলে বড় রদবদল আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরের পছন্দ মতো ব্যাটি-বোলিং কোচে পরিবর্তন আনা হয়। প্রোটিয়া কিংবদন্তি অ্যালন ডোনাল্ডকে সরিয়ে বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পান সাবেক কিউই ক্রিকেটার আন্দ্রে অ্যাডামস।
নতুন কোচে পরিচর্যায় ফাস্ট বোলারদের তেমন উন্নতি দেখা মিলেনি। বরং দিন বাড়তে খরুচে হয়ে পড়েছন সাকিব-মোস্তাফিজরা। দুবাইতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন টাইগার বোলাররা। স্পিনারদের মিতব্যয়ী বোলিংয়ের সেই ম্যাচে ৯ ওভারে ৬২ রান খরচা করেছিলেন মোস্তাফিজুর রহমান।
তানজিম সাকিব কোনো অংশে কম যাননি। ৮.৩ ওভারে ৫৮ রান বিলিয়েছিলেন এই তরুণ ফাস্ট বোলার। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির আগে ক্যারিবিয়ান সিরিজে নখদন্তহীন ছিলেন টাইগার বোলাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফাস্ট বোলারদের তুলোধুনো করেছে ওয়েস্ট ইন্ডিজ।
পেসারদের এমন বেহাল অবস্থায় জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের পদে নতুন কাউকে খুঁজছে বিসিবি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। তবে মেয়াদপূর্তির আগেই তাকে ছাঁটাই করার পরিকল্পনা করছে টাইগার ক্রিকেট বোর্ড। দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।
জানা যায়, অ্যাডামসের পরিবর্তে নতুন বোলিং কোচের শর্ট লিস্টও সেরে ফেলেছে ফারুক আহমেদের বোর্ড। পাকিস্তানের সাবেক পেসার উমর গুল ও অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইটকে বিবেচনায় রেখে পরবর্তী পরিকল্পনা অগ্রসর হচ্ছে তারা। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করেনি বিসিবি।
২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা গুল ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর কোচ হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচিংয়ের পাশাপাশি আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। পরে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেন।
অন্যদিকে ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য শন টেইটও বিসিবির নজরে আছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের কোচ হিসেবে কাজ করার সময় বিসিবির কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেন। এর আগে ২০২২ সালে এক বছরের জন্য পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন টেইট। বর্তমানে তিনি পিএসএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাচ্ছেন তিনি।
এমআই