Advertisement
Us Bangla Airlines
এইচপি দলেও দায়িত্ব পাচ্ছেন দেশি কোচ, আলোচনায় যারা

এইচপি দলেও দায়িত্ব পাচ্ছেন দেশি কোচ, আলোচনায় যারা

খেলা ডেস্ক

২০ মার্চ ২০২৫, ১৬:১৪

বিসিবির হাই পারফর্মম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ ছিলেন ডেভিড হেম্প। সেই কোচকেই জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেয় তৎকালীন নাজমুল হোসেন পাপনের বোর্ড। হেম্পকে জাতীয় দলের কোচিং স্টাফে আনার পর দলের ব্যাটিং উন্নতির পরিবর্তে ভরাডুবির দেখা মিলেছে। যেই রেশ এখনো কাটাতে পারেনি টাইগাররা।

জাতীয় দলের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ডাহা ব্যর্থ হওয়ায় গেল বছরের শেষ দিকে তাকে সরিয়ে ফেলে ফারুক আহমেদের বোর্ড। তার পরবর্তী দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন দেশি কোচ সালাহউদ্দিন আহমেদ। সিনিয়র সহকারি কোচ হিসেবে নিয়োগ পাওয়া সালাহউদ্দিন দলটিতে নতুন মেয়াদে দায়িত্ব পেতে পারেন।

তবে ডেভিড হেম্পের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে। বিসিবির সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি থাকা হেম্পকে ফের এইচপি বিভাগে ফিরিয়ে আনা হয়েছে। দলটিতে পুনরায় প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া আগামী মাসে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে হেম্পকে।

এদিকে এইচপি বিভাগে হেম্পকে ফিরিয়ে আনা হলেও ব্যাটিং কোচের পদ এখনো শূন্য রয়েছে। খুব শিগগিরই সেই পদ পূরণ করতে চায় বিসিবি। সেক্ষেত্রে বিসিবির আলোচনায় রয়েছেন একাধিক দেশি কোচ। তার মধ্যে জোর গুঞ্জন হান্নান সরকার এবং রাজিন সালেহকে নিয়ে। এই দুই সাবেকের মধ্যে একজনকেই দেখা যাবে ব্যাটিং কোচের দায়িত্বে। অতীতে এইচপির হয়ে দায়িত্ব পালন করেছেন দুজনই।

উল্লেখ্য, আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি দল। এর আগেই নিজেদের দল সাজানোর পরিকল্পনা আঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই