
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাব্বির
খেলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৪:২১
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে ভালো করতে পারেননি সাব্বির রহমান। ১১ ইনিংসে মাত্র ১৯ গড়ে ২১৩ রান করেছেন তিনি। যেখানে মাত্র একটি অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। স্ট্রাইক রেটটাও সাব্বিরসুলভ নয়, মাত্র ৬৬। বিধ্বংসী সাব্বিরের ব্যাটে কচ্ছপ গতি বেমানান। সাব্বিরের ব্যর্থতার সময়ে তার দলেরও অবস্থান নাজুক।
ডিপিএলে স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। গ্রুপপর্বে ১১ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে রয়েছে টেবিলের দশ নম্বরে অবস্থান করছে তার দল। ফলে বর্তমানে সাব্বিরের দলকে খেলতে হচ্ছে রেলিগেশন পর্ব। সবমিলিয়ে সাব্বিরদের বাদ পড়া চূড়ান্ত। তবে এর মাঝেই সুখবর দিলেন এই মিডল অর্ডার ব্যাটার।
ডিপিএল শেষ করেই ইংলিশ প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে যাবেন তিনি। আগামী মে মাসে সপরিবারে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন সাব্বির। গতকাল (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা নিশ্চিত করেছেন তিনি।
সাব্বির বলেন, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন যাবে আমার।’
চলমান ডিপিএল নিয়ে সাব্বির বলেন, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে (ভালো হতো), পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না।’
ডিপিএল ইস্যুতে তিনি আরও বলেন, ‘একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ (ভালোভাবে) শেষ হয়েছে গ্রুপপর্ব। আমাদের একটা ম্যাচ বাকি, এ ছাড়া সুপার লিগ চলতেছে। সবকিছু ভালোমতো শেষ হলেই ভালো লাগবে।’
এমআই