
তামিমের ‘বেশি লাগতে যেও না’ প্রসঙ্গে যা বললেন সাব্বির
খেলা ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩
বাইশ গজে তামিম ইকবালকে ইদানীং প্রায়ই মেজাজ হারাতে দেখা যাচ্ছে। সিলেট পর্বে রংপুরের সাথে অবিশ্বাস্য হারের পর ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের ওপর চড়াও হয়েছিলেন এই ওপেনার। বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঘটেছে অপ্রীতিকর এক ঘটনা। সেখানেও ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাঁকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সাব্বিরের উদ্দেশে তামিমকে বলতে শোনা যায়, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’এই কথার পরে আরও কিছু বলতে শোনা গিয়েছে তামিমকে। কিন্তু সেসব কথা স্পষ্ট বোঝা যায়নি।
ঘটনার পর সাব্বিরও উত্তেজিত হয়েছেন। তামিমের দিকে এগিয়েও যেতে দেখা যায় তাকে। এরপর তামিমও ক্রিজ ছেড়ে সাব্বিরকে উদ্দেশ্য করে আরও কিছু বলেছেন। তবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরার হস্তক্ষেপে ঘটনা বেশিদূর গড়ায়নি। এমনকি ফিল্ড আম্পায়াররাও দুজনকে শান্ত করতে ভূমিকা পালন করেছেন।
ঘটনার সূত্রপাত অবশ্য বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে। ওভারের দ্বিতীয় বলে তামিমের শট বাউন্ডারি লাইনের কাছে ঠেকান সাব্বির। তবে বলটি বোলার বা উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে সামনেই ফেলে দেন তিনি। সাব্বিরের এমন আচরণকে ক্রিকেটীয় ভাষায় বলা হয় ‘ফেইক ফিল্ডিং’। প্রতিপক্ষের এমন আচরণ দেখে মাঠেই মেজাজ হারান তামিম। এরপর তাঁকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।
অপ্রীতিকর এ ঘটনা নিয়ে গতকাল আলোচনা না হলেও আজ মুখ খুলেছেন সাব্বির রহমান। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই ঘটুক, সেটা মাঠেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে না।’
তামিমকে ঘনিষ্ঠ ভাই সম্বোধন করে সাব্বির বলেন, ‘ওনার (তামিমের) হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’
এমআই