
ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে যা বললেন তামিম
খেলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৮
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে আর ফিরছেন না তিনি। এরপরই ক্রিকেট পাড়ায় গুঞ্জন রটে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হচ্ছেন দেশসেরা ওপেনার। তবে বিভিন্ন মাধ্যমে চাউর হওয়ার এ খবরকে জিইয়ে রেখেছেন তামিম।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বরিশালের জয়ের পর মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানে বিসিবিতে আসা প্রসঙ্গে তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার বিষয়ে এ মুহূর্তে বলার মতো অবস্থায় নেই। এখন তো অবসরে। লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।’
জাতীয় দলকে বিদায় বলে দিলেও এখনো খেলাতেই ফোকাস তামিম ইকবালের। যতদিন সম্ভব খেলতে চান। বলছিলেন, ‘যতটুক পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’
চট্টগ্রাম পর্ব জয়ে শুরু করেছে ফরচুন বরিশাল। আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তামিম জানালেন বরিশালের হয়ে এখনো সঠিক কম্বিনেশন খুঁজছেন তারা।
তিনি বলেন, ‘সঠিক কম্বিনেশন কী এখনও বলা কঠিন। ৬ ম্যাচ হয়ে গেছে। সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটি দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম ২-৩ ম্যাচে দল একইরকম ছিল। এরপর দুটো বড় পরিবর্তন ছিল মায়ার্স ও শাহীন। আজকের ম্যাচের জন্য কম্বিনেশন ভালো ছিল। কাল হয়ত ভিন্ন কিছু দেখবেন।’
বিপিএলের এবারের উইকেট নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। তবে ছোট বাউন্ডারি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তামিম। চট্টগ্রামে এসে স্বাভাবিক বাউন্ডারি দেখে খুশি তিনি, ‘উইকেট এই টুর্নামেন্টে ভালো। যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটেও অসাধারণ ছিল, চট্টগ্রামেও ঠিক আছে। ভালো লাগছে, আগের চেয়ে বাউন্ডারি বেড়েছে। আমার মনে হয় এটাই সঠিক সাইজ। এই বাউন্ডারিতেই খেলা উচিত, ৫২-৫৩ মিটারে নয়।’
এমআই