Advertisement
Us Bangla Airlines
পাল্টে যাচ্ছে নাজমুলের ব্যাটিং পজিশন!

পাল্টে যাচ্ছে নাজমুলের ব্যাটিং পজিশন!

খেলা ডেস্ক

১৬ জুন ২০২৫, ১৮:৩৪

তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে এখন শুধুই টেস্ট। সাদা পোশাকে অন্তত এক বছর নেতৃত্বের দায়িত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমকে ঘিরে আলাদা ছক কষছেন এই ব্যাটার। তাতে নিজের পছন্দের তিন নাম্বার ব্যাটিং পজিশন ছাড়তে হচ্ছে তাঁকে।

গত কয়েক টেস্টেই অবশ্য তিনে ব্যাট করছেন না শান্ত। টপঅর্ডার থেকে মিডলঅর্ডারে নেমে গেছেন এই ব্যাটার। তবে লঙ্কা সিরিজে পুনরায় টপঅর্ডারে ফিরতে যাচ্ছেন নাজমুল হোসেন। এবার অবশ্য তিনে নয়, বরং ওপেনিং করবেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি শান্ত।

টেস্টে আর কতদিন অধিনায়ক থাকছেন শান্ত, জানাল বিসিবি

দেশ ছাড়ার আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছিলেন নাজমুল হোসেন। প্রথম টেস্ট শুরুর আগের দিন আজ সোমবারও নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট করে কিছু জানালেন না শান্ত। গলে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বললেন, ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই বলতে চাই। কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ। ডেভেলপ করছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারব।’

শ্রীলঙ্কা সফরে যে ২ চাওয়ার কথা জানালেন শান্ত

মিরাজের ওপর সবটা নির্ভর করছে, তা অস্বীকারের সুযোগ নেই। ডানহাতি এই অলরাউন্ডারকে শেষ পর্যন্ত দলে পেলে শান্তকে ওপেনিংয়ে দেখা যাবে। তবে মিরাজকে না পেলে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে চারে খেলবেন বাংলাদেশের অধিনায়ক। তবে ওপেনিংয়ে সাদমান ইসলামের জায়গাটা অনেকটা নিশ্চিত।

এদিকে গলের উইকেট স্পিনবান্ধব ফলে মূল চ্যালেঞ্জটা ব্যাটারদের জন্য। স্পিন সামলানো নিয়ে শান্ত বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

এমআই