Advertisement
Us Bangla Airlines
বিদেশি লিগে খেলবেন আরও ৪ বাংলাদেশি ফুটবলার

বিদেশি লিগে খেলবেন আরও ৪ বাংলাদেশি ফুটবলার

খেলা ডেস্ক

২৯ মার্চ ২০২৫, ১৬:১৪

সাফ চ্যাম্পিয়নশিপে পরপর দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সবশেষ নেপালের মাটিতে স্বাগতিকদের উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবিনারা। এরপরই এশিয়ান ফুটবলে আলোচনায় আসেন বাংলাদেশের নারী ফুটবলাররা। পায়ের কারুকার্যে এবার বিদেশের মাটিতে খেলার ডাক পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটান প্রিমিয়ার লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে আগেই নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। এবার পারো এফসিতে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা।

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল

আগামী ১৫ এপ্রিল থেকে ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। এর এক সপ্তাহ আগেই বিদেশি লিগ খেলতে রওনা দিবে প্রমীলা ফুটবলাররা। এ বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।’ 

গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানি পাবেন।  

সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে নতুন পদ্ধতি, শুরু ১৫ জুন

বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। তিনিই মূলত ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি দেখভাল করেছেন। তিনি সাবিনাদের চুক্তি ও ভুটানের লিগে খেলার বিষয়ে বলেন, ‘ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।’

এর বাইরে ট্রান্সপোর্ট উইনাইটেডে জুনিয়র ফুটবলার সাগরিকারও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাসুরা পারভীন, ‘আমাদেরও ৬ এপ্রিল যাওয়ার কথা রয়েছে। আমাদের ক্লাবে সাগরিকার খেলা নিয়ে আলোচনা চলছে।’

এমআই