Advertisement
Us Bangla Airlines
স্টাফরা ঈদ বোনাস পেলেও বেতন পাননি নারী ফুটবলাররা

স্টাফরা ঈদ বোনাস পেলেও বেতন পাননি নারী ফুটবলাররা

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ১৮:১৪

বেতন বকেয়া নিয়ে এর আগে একাধিকবার শিরোনামে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফের প্রশাসনিক পদে রদবদল আসলেও পুরনো রোগ পাল্টায়নি। এবারও একই কারণে শিরোনাম হয়েছেন। আসন্ন ঈদুল ফিতরের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন প্রদান করেনি তাবিথ আউয়ালের বোর্ড।

ফুটবলারদের বেতন না দিলেও প্রশাসনিক স্টাফদের পকেটে পুরেছে বাফুফে। বেতনের পাশাপাশি তাদের বোনাসও দিয়েছে ফেডারেশন। ফলে ফুটবলারদের প্রতি বাফুফের অনাগ্রহ-অনীহা আরেকবারও ফুটে ওঠেছে। 

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ৩৬ জন নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে। সাবিনা-কৃষ্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বিদ্রোহ করায় তারা চুক্তি করেননি। আফিদাদের পাশাপাশি বাফুফে উঠতি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে। সেই চুক্তির এক মাস পার হলেও ঈদের আগে বোনাস তো দূরের কথা, তারা বেতনই পাননি। 

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নারী ফুটবলারদের সম্মানী সম্পর্কে বলেন, ‘চুক্তির পরই সবাইকে (যারা নতুন) ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। অনেকে অ্যাকাউন্ট করেনি এজন্য আমরা তাদের সম্মানী দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসঙ্গে দেওয়া হবে। তাদের জন্য আমাদের আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তত রয়েছে।’ 

সাধারণ সম্পাদক উঠতি ফুটবলারদের ওপর দায় চাপালেও ফেডারেশনেরও সদিচ্ছার অভাব স্পষ্ট। বাফুফে ভবন ব্যাংক-বাণিজ্য পাড়া মতিঝিলেই। নারী ফুটবলাররা বাফুফে ভবনেই থাকেন। বাংলাদেশ নারী ফুটবল দলের স্পন্সর ঢাকা ব্যাংক। খুব সহজেই অতি স্বল্প সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব।

সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেই পুরস্কারের অর্থ ফেডারেশন কর্তাদেরই দেওয়ার কথা। সাড়ে চার মাস পেরিয়ে গেলেও ফেডারেশন কর্তারা সেটা যেন ভুলেই গেছেন। 

এমআই