
ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিক, ২২-০ গোলের বিশাল জয়
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১২:৪৩
প্রতিপক্ষের জালে নিয়মিত গোল উৎসব করে যাচ্ছে ভুটান নারী ফুটবল লিগের দল পারো এফসি। গত মে মাসে সমতসে এফসিকে ২৮-০ গোলে হারিয়েছে দলটি। এবার ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে তারা। গতকাল ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে এমন কাণ্ড ঘটেছে।
বড় ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার কাজটি করেন বাংলাদেশের মেয়েরা। পারো এফসিতে খেলেন বাংলাদেশের ৪ নারী ফুটবলার। নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে এ দলে আছেন মনিকা চাকমা, মাতসুশিমা ও স্ট্রাইকার ঋতুপর্না চাকমা।
ফুটসিলিং এফসিকে উড়িয়ে দেওয়ার দিনে একাই ৭ গোল করেন বাংলাদেশের সাবিনা খাতুন। ডাবল হ্যাটট্রিক করেন টাইগ্রেস স্ট্রাইকার ঋতুপর্ণাও, তার গোল ৬টি। এছাড়া সুমাইয়ার চারটি ও মনিকার গোল সংখ্যা দুইটি। সবমিলিয়ে ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলারই করেন ১৯ গোল।
পারো এফসি'র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া আক্তার। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই। ৭টি গোল করে ম্যাচসেরা হয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।
ম্যাচসেরা হয়ে তিনি বলেন, ‘গোল করছি ও দল জিতছে ভালো লাগছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক।
এর আগে গত ১৫ মে সমতসে এফসিকে ২৮-০ গোলে হারিয়েছে পারো এফসি। ইতিহাস গড়া সেই ম্যাচে ৪ বাংলাদেশিই করেছেন ২৫ গোল। সেখানেও সবচেয়ে বেশি গোল করেছিলেন সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। সেই ম্যাচে সাবিনা ৯, মনিকা চাকমা ৭, মাতসুশিমা সুমাইয়া ৫ এবং ঋতুপর্না ৪ গোল করেছিলেন।
এমআই