
রিশাদের প্রশংসা করে যা বললেন লাহোরের মালিক
খেলা ডেস্ক
২৭ মে ২০২৫, ১৫:৪২
বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একাধিকবার ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। ভিসা জটিলতা ও বিসিবি থেকে যথাসময়ে অনাপত্তিপত্র না পাওয়ায় কখনোই খেলতে যেতে পারেননি তিনি। অবশেষে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে বিদেশি টুর্নামেন্টের যাত্রা শুরু করেছেন রিশাদ হোসেন।
ফ্র্যাঞ্চাইজি লিগের শুরুটাও হয়েছে দারুণ। লাহোর কালান্দার্সের হয়ে মাত্র সাত ম্যাচ খেলা এই ক্রিকেটার উইকেট নিয়েছেন ১৩টি। গড় ও স্ট্রাইক রেটে তালিকার শীর্ষ পর্যায়ে ছিলেন এই ক্রিকেটার। বল হাতে দুর্দান্ত রিশাদ শেষ পর্যন্ত শিরোপাও জয় করেছেন। ফাইনাল ম্যাচে খরুচে হলেও প্রতিপক্ষের একটি উইকেট তুলেছেন তিনি।
সবমিলিয়ে পুরো মৌসুমে রিশাদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট লাহোরের মালিক ও পরিচালক সামিন রানা। ফাইনাল ম্যাচ শেষে ড্রেসিং রুমে রিশাদকে আলাদা করে খুঁজতে গিয়ে তিনি বলেন, ‘আমার বাংলাদেশি ভাই, রিশাদ কোথায়?’ এরপর রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন সামিন রানা।
তিনি বলেন, ‘রিশাদ আমি তোমাকে আগে বলেছিলাম, তুমি একজন উইকেটশিকারি বোলার। আগের ম্যাচগুলোতে তুমি তা প্রমাণ করেছো। পিএসএলের মাঠগুলোতে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। এমন পিচেও উইকেট তোলা এবং ইকোনমি ১০ এর নিচে রাখা নিঃসন্দেহে তোমার দুর্দান্ত প্রচেষ্টা ছিল।’
এর আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রতিপক্ষের ৩ উইকেট শিকার করেন রিশাদ। এরপর বাংলাদেশি লেগির জন্য আইফোন পুরস্কার ঘোষণা করেন সামিন রানা। সেই ম্যাচে নামার আগে রিশাদ জানিয়েছিলেন, ‘শিরোপা জয়ই আমার একমাত্র লক্ষ্য।’ অবশেষে শিরোপা জিতেই পিএসএলের মৌসুম শেষ করেছেন রিশাদ।
এমআই