
‘উইকেট এখন ব্যাটিং সহায়ক হয়ে গেছে’
খেলা ডেস্ক
২৬ জুন ২০২৫, ২১:৩০
কলম্বোতে প্রথম দিনে রান করতে রীতিমতো যুদ্ধ করেছে বাংলাদেশ। সেই পিচেই আজ টাইগার বোলারদের তুলোধুনো করেছে লঙ্কান ব্যাটাররা। একদিনের ব্যবধানেই উইকেটের আচরণে ভিন্নতা দেখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, ম্যাচের দ্বিতীয় দিনে উইকেট ব্যাটিং সহায়ক হয়ে গেছে।
দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। ১৪৬ রান নিয়ে উইকেটে আছেন ওপেনার নিশাঙ্কা। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়ার সংগ্রহ ৫ রান। সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন দিনেশ চান্দিমাল। লঙ্কান ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।
তিনি বলেন, ‘উইকেট এখন ব্যাটিং সহায়ক হয়ে গেছে। প্রথম দিন উইকেট কিছুটা থেমেছে। আজকে অনেক বেটার ছিল। আজকে দেখেছেন গতকালের মত অত টার্ন ছিল না। ব্যাটাররাও দারুণ ব্যাট করেছে। টেস্ট ক্রিকেট এরকমই মাঝেমধ্যে।’
উইকেটের দায় দেখলেও ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করে নিলেন সিমন্স। তিনি বলেন, ‘আসলে যে ট্রিকটা আমরা মিস করেছি তা হচ্ছে আমরা বেশি বড় জুটি গড়তে পারিনি। যার ফলে আজকে ২-৩ উইকেট হারিয়ে ব্যাট করার সুযোগ পাইনি। এটা আমাদের দিকে ফিরে এসেছে।'
‘গতকালের ব্যাটিং এবং জুটি আমাদেরকে বেশ ভুগিয়েছে। (ব্যাটারদের ইনিংস লম্বা করতে না পারা) এই কারণেই আজকে আমরা ব্যাট করছি না। আমার মনে হয় অন্তত ২-৩ জন ব্যাটারের উচিত ছিল লম্বা ইনিংস খেলা এবং দলের রান বাড়িয়ে নেওয়া’-যোগ করেন তিনি।
বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘নিসাঙ্কা আজকে এটা করে দেখিয়েছে। আশা করি আমরা এটা শিখে দ্বিতীয় ইনিংসে নিজেরা বড় স্কোর করতে পারব।’
এমআই