Advertisement
Us Bangla Airlines
২৫তম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন হৃদয়

২৫তম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন হৃদয়

খেলা ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ১৭:২৯

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তাওহীদ হৃদয়। অভিষেকের শুরুতে যেভাবে আলো কেড়েছেন, পরবর্তী সময়ে নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি। ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ১৪ ইনিংসেই ৫০০ রান পূর্ণ করেছিলেন হৃদয়। এরপর আরও ১৮ ইনিংস খেললেও হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে হৃদয়ের রান ছিল ৯৮৪। তাতে ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলক ছুঁতে ১৬ রান প্রয়োজন ছিল তাঁর। সিরিজের প্রথম ম্যাচে মাত্র এক রান করে বিদায় নিয়েছেন এই ক্রিকেটার। তবে দ্বিতীয় ম্যাচে বাকি ১৫ রানের প্রয়োজন ফুরিয়েছেন তিনি।

তবুও টি-টোয়েন্টিতে সেরা তাওহিদ হৃদয়

ওয়ানডেতে বাংলাদেশের ২৫তম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। ইনিংস বিবেচনায় তৃতীয় দ্রুততম হাজার রান করার মালিক হৃদয়। ৩৩ ইনিংসে খেলে এক হাজার রান এল তাঁর ব্যাট থেকে। হৃদয়ের চেয়ে কম ইনিংসে বাংলাদেশের দুজন এই মাইলফলক ছুঁয়েছেন— শাহরিয়ার নাফিস (২৯) ও এনামুল হক (২৯)।

ওয়ানডেতে ৩৪ ইনিংসে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ইমরুল কায়েস ও নাসির হোসেন। বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন এই দুই ব্যাটার।

ক্লাবের ক্ষমতা প্রদর্শনের পরেও নতুন করে নিষিদ্ধ হৃদয়

৫০ ওভারের ক্রিকেটে বর্তমানে খেলছেন এমন বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি রান লিটনের। ৯৪ ইনিংসে ২৯ গড়ে ২৫৬৯ রান করেছেন তিনি। তবে গেল এক বছরে লিটনের পারফরম্যান্সে বেশ ভাটা দেখা গিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির একাদশে জায়গা পাননি তিনি।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন লিটন। তাতে দ্বিতীয় ওয়ানডেতে তাকে বাদ দিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল।

এমআই