
শ্রীলঙ্কার সিরিজের দল ঘোষণা, দুই বছর পর ফিরলেন এবাদত
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৫, ২১:৩৬
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার ঘোষিত দলে প্রায় ২ বছর পর দলে ফিরলেন এবাদত হোসেন। অধিনায়কত্ব নিয়ে নানান গুঞ্জন শোনা গেলেও এ সিরিজেও অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে টেস্ট সিরিজের দলটাই প্রায় রাখা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য। তবে ফাস্ট বোলিং আক্রমণে এসেছে পরিবর্তন। তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এবাদত হোসেন। এছাড়া হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ থাকছেন পেস আক্রমণে।
উপ-মহাদেশীয় কন্ডিশন বিবেচনায় চারজন স্পিনারকে দলে রেখেছে বিসিবি। অভিজ্ঞ মিরাজ-তাইজুল-নাঈমের সঙ্গে পুনরায় সাদা পোশাকে ডাক পেয়েছেন হাসান মুরাদ।
শ্রীলঙ্কার বিপক্ষেও দলে থাকছেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে তার সঙ্গী হচ্ছেন সাদমান ইসলাম। তবে লম্বা সময় ওপেনিংয়ে সময় কাটানো জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় বাদ পড়ছেন এই সিরিজে। সাদা পোশাকের দলে ফিরেছেন লিটন দাস। পিএসএলের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন না তিনি।
আগামী ১৭ জুন প্রথম টেস্ট গলে শুরু হবে, এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হব ২৫ জুন। ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই কলম্বোয়। এরপর দুই দল যাবে পাল্লেকেলেতে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৮ জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির। পাল্লেকেলেতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
এমআই