
ক্রিকেট থেকে একইদিনে দুই পাওয়ার হিটারের বিদায়!
খেলা ডেস্ক
০২ জুন ২০২৫, ১৯:৪৩
দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন কতটা বিধ্বংসী হতে পারেন, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। বাইশ গজে রীতিমতো বোলারদের নাভিশ্বাস তুলেন এই উইকেটরক্ষক ব্যাটার। শুধু জাতীয় দল নয়, আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বেশ জনপ্রিয় হেনরিখ ক্লাসেন।
৩৩ বছর বয়সী এ ব্যাটার মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে ১২২ ম্যাচ খেলে অবসরের ঘোষণা দিয়েছেন। সাদা পোশাকের ক্রিকেটে ক্লাসেনের ক্যারিয়ারটা বড় হয়নি। মাত্র চার ম্যাচেই থেমেছেন এই বিধ্বংসী ব্যাটার। তাতে ১৩ গড়ে করেছেন ১৩৫ রান। ফিফটি বা সেঞ্চুরি- কোনটাই ছুঁতে পারেননি তিনি।
লাল বলে পিছিয়ে পড়লেও সাদা বলে বেশ উজ্জ্বল ক্লাসেন। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ৫৬ ইনিংসে ৪৩ গড়ে ২১৪১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৭। পাশাপাশি চার শতকের সঙ্গে রয়েছে ১১টি ফিফটি।
টি-টোয়েন্টিতে ৫৩ ইনিংসে ২৩ গড়ে এক হাজার রান করেছেন হেনরিখ ক্লাসেন। পাঁচ ফিফটির ক্যারিয়ারে এ ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ১৪১। এত দুর্দান্ত ক্যারিয়ার এবং উঠতি সময়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকেই সামাজিকমাধ্যমে বিদায় বলে দিলেন ক্লাসেন।
ইনস্টাগ্রামে ক্লাসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কতটা কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকান ব্যাটার লিখেছেন, ‘আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও পরিবারের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো কী হবে, তা বুঝতে সময় লেগেছে। এটি সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল, তবু এখন আমার মন শান্তি পাচ্ছে।’
June 2 - the power hitters' retirement day
প্রোটিয়া ক্রিকেটারের বিদায়ের আগে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্ব ক্রিকেটে এই অস্ট্রেলিয়ান পাওয়ার হিটার হিসেবেই পরিচিত। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে অপরাজিত ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে সুন্দরতম সেই ইনিংসে ২১ চার আর ১০ ছক্কায় অপরাজিত ২০১ রান করেছেন এই অজি ব্যাটার। পাশাপাশি কামিন্সকে সাথে অষ্টম উইকেটে ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো দুই শতাধিক রানের জুটি গড়েছেন তিনি।
সবমিলিয়ে ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত ১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে ম্যাক্সওয়েল করেছেন ৩৯৯০ রান। ৪ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৩ ফিফটি। ক্রিকেটের এই সংস্করণে তাঁর স্ট্রাইকরেট ১২৬.৭০। যদিও আফগানদের বিপক্ষে খেলা সেই ইনিংসের পর কোনো ফিফটিও করতে পারেননি ম্যাক্সওয়েল।
ব্যাট হাতে রান খরা, বয়স এবং তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়িয়েছেন ম্যাক্সওয়েল। ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্ট নামে এক অনুষ্ঠানে দীর্ঘ এক আলোচনায় আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হচ্ছিল দলকে কিছুটা বেকায়দায় ফেলে দিচ্ছিলাম। কন্ডিশনের সঙ্গে শরীর কীভাবে সাড়া দেবে, সেটা দেখার বিষয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে দারুণ আলাপ-আলোচনা করছিলাম। তাকে বলেছিলাম এমন চিন্তাভাবনা কাজ করছিল।’
ম্যাক্সওয়েল আরও বলেন, ‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপ নিয়েও আমরা কথা বলছিলাম। তাকে বলেছিলাম যে আমি সেখানে থাকছি না। আমার জায়গায় কোন কোন ক্রিকেটারকে খেলানো যায়, সেটা নিয়ে পরিকল্পনার সময় এখন। তাদের এই জায়গাটা নিজের করে নিতে হবে। আশা করি, তারা সেই দায়িত্ব সামলাতে পারবে।’
এমআই