Advertisement
Us Bangla Airlines
নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষায় এবাদত হোসেন

নির্বাচকদের সিদ্ধান্তের অপেক্ষায় এবাদত হোসেন

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ২০:২২

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে টেস্ট ক্রিকেটারদের অনুশীলন। ঈদের আগে প্রস্তুতির শেষ পর্বে নিজেদের জালাই করে নিয়েছে মুমিনুল হক, জাকির হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, এবাদত হোসেনরা।

ম্যাচের আবহে মিরপুরে আজ অনুশীলন সেরেছে বাংলাদেশ টেস্ট দল ও তার আশেপাশের সদস্যরা। জাতীয় দলের জার্সিতে এককালের নিয়মিত মুখ এবাদত হোসেন। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টের চোটে জাতীয় দল থেকে লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি।

মাঝে ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর চলে গেলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। দীর্ঘদিন চোটে ভোগার পর গেল বছরের এনসিএল দিয়ে মাঠে ফিরেছেন এবাদত হোসেন। এরপর বিপিএল, ডিপিএলসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেটেও খেলেছেন এ পেসার।

ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট সামলিয়ে এখন পুরো ফিট ও আত্মবিশ্বাসী এবাদত হোসেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও ৪ দিনের ম্যাচেও খেলেছেন তিনি। এবার এবাদতের চোখ শ্রীলঙ্কা সিরিজে। যদিও দলে ডাক পাওয়ার ব্যাপারটি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন এ পেসার।

আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এবাদত বললেন, ‘আলহামদুলিল্লাহ, আগে যে ছন্দ ছিলাম সেই ছন্দ ফিরে পাচ্ছি। আমি আমার প্রস্তুতি নিচ্ছি, বাকি সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। চোটের কারণে দলের বাইরে ছিলাম, কিন্তু লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ।’

ঈদের আগে দুই দিনের ম্যাচের আবহে অনুশীলন শেষে ইবাদতের মূল্যায়ন, ‘ব্যাটাররা বেশ ভালো ছন্দে আছে। ভালো বল ছাড়ছে, বাজে বল মারছে, সিঙ্গেল নিচ্ছে। আমরা চেষ্টা করেছি লেংথে বল করতে, যেন সহজে খেলা না যায়। উইকেট ব্যাটিং সহায়ক হলেও পেসাররা জোরে বল করেছে। নাহিদ রানাও ভালো গতিতে বল করেছে।’

শ্রীলঙ্কার কন্ডিশন কেমন হবে, সেটা এখনো অনিশ্চিত। তবে ইবাদতের বিশ্বাস, প্রস্তুতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। এ পেসার বলেন, ‘ওরা যেমন উইকেট দেবে, আমরা সেটায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের পেস ইউনিট এখন অনেক বেশি শক্তিশালী, স্পিন ইউনিটও প্রস্তুত।’

২০২২ সালের পর থেকে বাংলাদেশ দলে পেসারদের মধ্যে তৈরি হয়েছে সুস্থ প্রতিযোগিতা। ইবাদতের চোখেও সেটাই অনুপ্রেরণা, ‘দলে এখন অনেক প্রতিযোগিতা, সেটা আমাদের উন্নতিই করছে।’

এমআই