
লাহোরকে ফাইনালে তুলে আইফোন পেলেন রিশাদ
খেলা ডেস্ক
২৪ মে ২০২৫, ১৬:৫৬
জিতলে ফাইনাল, হারলে বাদ। লাহোর কালান্দার্সের ফাইনালে ওঠার এমন সমীকরণে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন টাইগার লেগ স্পিনার। তাতে ৯৫ রানের বড় জয়ে পিএসএলের ফাইনালে ওঠেছে রিশাদের লাহোর।
শাদাবদের বিপক্ষে ম্যাচ জয়ের পর সেরা পারফর্মাদের জন্য পুরস্কার ঘোষণা করেন লাহোর ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামিন রানা। ম্যাচ শেষে ড্রেসিংরুমে চারজন ক্রিকেটারকে পুরস্কার হিসেবে আইফোন উপহার দেন তিনি। এরমধ্যে ৩৫ বলে ৬১ রান করা কুশল পেরেরার জন্য সোনায় মোড়ানো আইফোন উপহারের ঘোষণা দেন তিনি।
এছাড়া ২৫ বলে ৫০ রান করা মোহাম্মদ নাঈম, ইসলামাবাদের টপঅর্ডার গুঁড়িয়ে দেওয়া সালমান মির্জা এবং প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেওয়ার জন্য রিশাদকে আইফোন উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রিশাদকে পুরস্কার দেওয়ার আগে সামিন রানা বলেন, ‘আমরা জামান খানকে একাদশে না রেখে রিশাদকে খেলানোর সিদ্ধান্ত নিই। এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। আমি রিশাদকে নিয়ে খুবই গর্বিত। রিশাদ তুমি কোথায়। সত্যি বলছি ভাই, তুমি আজ আমাদের গর্বিত করেছো।’
বোলিংয়ের শুরুতে বেশ খরুচে ছিলেন রিশাদ হোসেন। কিন্তু চাপের মুখেও উইকেট তুলেছেন বাংলাদেশি স্পিনার। তিনি বলেন, ‘চাপের মুখে তুমি ওদের মূল ব্যাটারদের উইকেট তুলে নিয়েছো। যারা কিনা স্পিনের বিপক্ষে ভালো খেলার কথা। সালমান, শাদাব, জিমি নিশাম। তোমার জন্য আইফোন উপহার। আমি তোমাকে ভালোবাসি।’
আইফোন উপহার পেয়ে অবশ্য এখানেই থামতে চান না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারের একমাত্র লক্ষ্য শিরোপা জয়। আগামী ২৫ মে ফাইনালে কোয়েট্টার মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স।
এমআই