Advertisement
Us Bangla Airlines
দল যাচ্ছে পাকিস্তান, তবুও কেন দেশে ফিরলেন নাহিদ?

দল যাচ্ছে পাকিস্তান, তবুও কেন দেশে ফিরলেন নাহিদ?

খেলা ডেস্ক

২৩ মে ২০২৫, ১২:১৫

আরব আমিরাত সিরিজ শেষে দেশে ফিরছে না বাংলাদেশ দল। আগামী ২৫ মে মরুর দেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে তারা। পাকিস্তানে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়া লাহোর একাদশ থেকে যোগ দিবেন লেগস্পিনার রিশাদ হোসেন।

আমিরাত থেকে বাংলাদেশ দল পাকিস্তানে গেলেও দেশে ফিরেছেন নাহিদ রানা। আজ (শুক্রবার) সকালে ঢাকায় পৌঁছেছেন এই গতি তারকা। দলের বাকি সদস্যরা পাকিস্তানে গেলেও ব্যক্তিগত কারণে সেই সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন নাহিদ। সম্প্রতি বিসিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানে খেলতে যাবেন না নাহিদ রানা, কারণ কী?

নাহিদ কেন যাচ্ছেন না, সেই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেছেন, ‘পাকিস্তানে যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ-রিশাদকে, সেটা যদি তাদের ট্রমাটাইজ করে, তবে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নাহিদ নিজেকে সরিয়ে নিয়েছে।’

আমিরাত সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা। টি-টোয়েন্টি ফরম্যাটে সেই ম্যাচ দিয়েই অভিষেক হয়েছিল তার। তবে ডেব্যু ম্যাচটা মনে রাখতে চাইবেন না এই স্পিডস্টার। নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বল করে ২ উইকেট শিকার করলেও বেশ খরুচে ছিলেন এ বোলার। বৈধ ২৪ বল করে বিলিয়েছেন ৫০ রান।

নাহিদদের ম্যাচের ভেন্যুতে ড্রোন হামলা, স্থগিত পিএসএল

নাহিদের মতো আমিরাত সিরিজ শেষে দেশে ফিরছেন সৌম্য সরকার। পিঠের ব্যথায় এই সিরিজে একটি ম্যাচও খেলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ব্যথা বেড়ে যাওয়া শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেছেন বাঁহাতি সৌম্য। ফলে কোনো ম্যাচ না খেলেই দেশের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। পাকিস্তান সিরিজে সৌম্যর পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এমআই