
দুই ভাগে আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল, খেলা কখন?
খেলা ডেস্ক
১৩ মে ২০২৫, ১২:০০
পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির কারণে সেই সূচি পরিবর্তন করে বাংলাদেশ এখন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। পাকিস্তানে কুড়ি ওভারের লড়াইয়ে নামার আগে নতুন পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাবরদের বিপক্ষে পূর্ণ প্রস্তুতি নিয়ে নামতে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসির নির্ধারিত সূচির বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ হচ্ছে আগামী ১৭ মে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৯ মে। উভয় ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে।
নতুন সিরিজকে সামনে রেখে আগামীকাল বুধবার দুই বহরে বিভক্ত হয়ে আরব আমিরাত যাবে বাংলাদেশ। সকালে এক বিভাগ যাওয়ার পর সন্ধ্যায় পাড়ি জমাবে টাইগারদের আরেক দল। নতুন সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন লিটন দাস। ডেপুটি হিসেবে থাকছেন শেখ মেহেদি।
বাংলাদেশের ম্যাচ নিয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’
আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথমটি মিরপুরে ২০১৬ এশিয়া কাপে, বাকি দুটি ২০২২ আরব আমিরাত সফরে। তিনই ম্যাচই জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ২০২২ সফরে ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন লিটন। এবার পরিবর্তনের নতুন প্রত্যয়ে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের আমিরাত সফরের সূচি
ম্যাচ | সময় | ভেন্যু |
১ম টি-টোয়েন্টি | রাত ৯টা | শারজাহ স্টেডিয়াম |
২য় টি-টোয়েন্টি | রাত ৯টা | শারজাহ স্টেডিয়াম |
এমআই