Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ জয় নিয়েই কেবল চিন্তা করছে বাংলাদেশ

বিশ্বকাপ জয় নিয়েই কেবল চিন্তা করছে বাংলাদেশ

খেলা ডেস্ক

১৩ আগস্ট ২০২৫, ১৮:১৬

বাংলাদেশর বয়সভিত্তিক দলের সাফল্য আশা জাগানিয়া। যুব ওয়ানডেতে ভারতের পরেই সবচেয়ে বেশি জয় বাংলাদেশের। যুব বিশ্বকাপকে ঘিরে জাওয়াদ-তামিমদের প্রস্তুতিতে বেশ তোড়জোড় চালাচ্ছে বিসিবি। সম্প্রতি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছে বাংলাদেশ দল। এরপর জিম্বাবুয়েকে নিয়ে হয়েছে ত্রিদেশীয় সিরিজ। বিদেশে খেলা তিনটি সিরিজই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন ওপেনার জাওয়াদ আবরার। ত্রিদেশীয় সিরিজের দুটো ম্যাচ একাই জিতিয়েছেন অলরাউন্ডার সামিউন বশির রাতুল। ফাইনাল ম্যাচে ব্যাট হাতে ৯৫ রানের পাশাপাশি বল হাতে ৩৪ রানে পাঁচ উইকেট শিকার করেছেন অলরাউন্ডার রিজান হোসেন। সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্স যেন অক্ষরে অক্ষরে মনে রেখেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

রাতুলের বীরত্বে ফের দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

দেশে ফিরে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে বিপদের সময় আমরা যখন স্ট্রাগল করছিলাম, সেই সময় রাতুল দুটি ম্যাচ জিতিয়েছে। এটা অনেক ভালো কিছু। শেষ ম্যাচে রিজান যে পারফর্ম করেছে...(সেটা দারুণ)। যখন টিম স্ট্রাগল করে তখন কেউ এসে যদি ভালো একটা পারফরম্যান্স করে টিমকে জেতায়, সেটা অসাধারণ।’

আফ্রিকা সফরের এই প্রাপ্ত জয় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে দাবি তামিমের, ‘আমাদের উন্নতি হয়েছে গত কয়েকদিনে। আমাদের মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করছে। আব্দুল্লাহ, রিজানরা দারুণ পারফর্ম করছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল সবার কম্বিনেশনে একটা ভালো পারফরম্যান্স হয়েছে।’

পাঁচ ম্যাচেই ১৪ উইকেট—বিশ্বকাপের মাঠে ফাহাদের ঝলক!

যুবা ধ্যানেজ্ঞানে এখন কেবলই বিশ্বকাপ জয় জানিয়ে তামিম আরও বলেন, ‘দেখেন সবকিছুই ওপরে আল্লাহর হাতে। আমরা ওইভাবেই চেষ্টা করছি, ওইভাবে প্রিপারেশন, আমাদের সবকিছু ওইভাবে। এক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমরা বিশ্বকাপটা নিয়ে চিন্তা করছি।’

প্রসঙ্গত, ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে শেষবার যুব ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।

এমআই