Advertisement
Us Bangla Airlines
রাতুলের বীরত্বে ফের দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

রাতুলের বীরত্বে ফের দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ১৯:৫০

লক্ষ্যটা খুব বড় নয়, জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪৮ রান। কিন্তু ৭০ রানের আগে পাঁচ উইকেট হারিয়ে সেই লক্ষ্যকে দুর্গম বানিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটাররা। তবে বাকিদের ব্যর্থতার মিছিলে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন সামিউন বশির রাতুল। এই অলরাউন্ডারের অপরাজিত ফিফটিতে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে যুবা টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। ৫ উইকেটের ব্যবধানে সেই ম্যাচে হারলেও নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দলের ব্যাটিং ব্যর্থতার মিছিলে সেই ম্যাচেও হাল ধরেছিলেন সামিউন বশির, করেছিলেন অপরাজিত ৪৫ রান। রাতুলের বীরত্বে ফের জয়ের দেখা পেল বাংলাদেশ।

হারারেতে আজ (বুধবার) শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার বোলারদের তোপে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১২৩ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় পায় আজিজুল হাকিম তামিমের দল। টাইগারদের হয়ে ৩৬ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন সামিউন বশির রাতুল।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ বলে ৩ রান করেই বায়োন্ডা মাজোলার বলে বোল্ড আউট হন ওপেনার জাওয়াদ আবরার। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও দ্রুতই সাজঘরে ফেরেন। তিনিও মাজোলার শিকার হন ১৭ বলে ৭ রান করে। এরপর রিজান ও কালামকেও আউট করেন বায়োন্ডা মাজোলা।

টানা দুই জয়ের পর বাংলাদেশের হার

৫৭ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একপ্রান্ত আগলে রাখা ওপেনার রিফাত বেগও ফেরেন ৬৮ রানের মাথায়। এরপর মাঠে নেমেই ঝোড়ে ইনিংস খেলেন অলরাউন্ডার সামিউন বশির রাতুল। ৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। রাতুলকে সঙ্গ দেওয়া আবদুল্লাহও ২০ রানে অপরাজিত ছিলেন।

আবদুল্লাহ-রাতুলের ৮০ রানের অপরাজিত জুটিতে ১২৩ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন বায়োন্ডা মাজোলা।

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ের পথে বাংলাদেশ

এদিকে শুরুতে বল করতে নেমে প্রোটিয়াদের নাচিয়ে ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ২২ বলের মাথায় দক্ষিণ আফ্রিকার ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ২১ রানের মাথায় আরেক ওপেনার আদনান লাগাদিয়েনকে হারায় দক্ষিণ আফ্রিকা, তার উইকেট তুলেন পেসার আল ফাহাদ।

২৫ রানের মাথায় অধিনায়ক জেসন রোয়েলসকে ফেরান টাইগার স্পিনার সানজিদ মজুমদার। পরে ৩৫ ও ৪৫ রানে প্রোটিয়া যুবাদের আরও দুই উইকেট তুলেন সানজিদ। ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটি গড়েন পল জেমস ও ভিহান প্রিটোরিয়াস। প্রিটোরিয়াসকে শিকার করে এই জুটি ভাঙেন রিজান হোসেন। 

ত্রিদেশীয় সিরিজে ৯১ রানের বড় জয় পেল বাংলাদেশ

৮২ রানে পড়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট। সপ্তম উইকেটে প্রোটিয়ারা ৩২ রানের জুটি গড়ার পর আঘাত হানেন আল ফাহাদ। অবশেষে আউট হন পল। ৬৭ বলে ৩৩ রান করেন তিনি। তারপর ১২৮ রানে অষ্টম ও ১৩১ রানে নবম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার যুবারা। শেষ পর্যন্ত ১৪৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন সানজিদ মজুমদার। এছাড়া বাংলাদেশের জয়ের নায়ক রাতুল পেয়েছেন ২ উইকেট। পাশাপাশি আল ফাহাদ ২, ইকবাল হোসেন ১ ও রিজান হোসেন একটি উইকেট শিকার করেছেন।

এমআই