
ত্রিদেশীয় সিরিজে ৯১ রানের বড় জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ২০:৪৩
৪৩ ওভারের দ্বিতীয় বল। বোলার রাতুলকে অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়েছিলেন জিম্বাবুয়ের শেষ ব্যাটার শেলটন মাজভিটরিয়া। তবে বল ব্যাটকে ফাঁকি দিয়ে প্যাডে আঘাত হানে। তাতেই জোরালো আবেদন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব টাইগার জোরালে আবেদনে সাড়া দেয় আম্পায়ার। জিম্বাবুয়ের বিপক্ষে ৯১ রানের বড় জয় পায় বাংলাদেশ।
হারারাতে আজ (সোমবার) ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের ৮২ ও আবদুল্লাহ সিফাতের অপরাজিত ৫৬ রানে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৮৩ রান সব উইকেট হারায় জিম্বাবুয়ে। তাতে ৯১ রানের জয় পায় অধিনায়ক তামিমের দল।
ম্যাচের শুরুতে অবিশ্বাস্য ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জাওয়াদ আবরার রোডেশিয়ান যুবাদের রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন। লাফিয়ে ওঠা বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৬৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে এই ইনিংস সাজিয়েছেন টাইগার ওপেনার।
ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন জাওয়াদ। সবশেষ ৫ ইনিংসের চারটিতেই ফিফটি পেয়েছেন তিনি। তবে জাওয়াদ আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং ধস নামে। মাত্র পাঁচ করতেই ৪ উইকেট হারায় আজিজুল হক তামিমের দল। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন উইকেটরক্ষক ব্যাটার আবদুল্লাহ সিফাত।
মন্থর শুরুর পর শেষ পর্যন্ত ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক তামিমের ৩৪ রান এবং অতিরিক্ত খাত থেকে আসা ২১ রানে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ যুব দল। স্বাগতিকদের তিন বোলার দুইটি করে উইকেট সংগ্রহ করেন।
২৭৫ রানের জবাবে ভালো শুরু পেয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। ৯৮ রান করতে মাত্র ২ উইকেট হারায় স্বাগতিকেরা। তবে মিডল ওভারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রোডিশিয়ানদের ব্যাটিং লাইনআপ। ওপেনার নাথানিয়েল হ্লাবাঙ্গানা ৭২ বলে ৫৩ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সামিউন বাসির রাতুল। ৮.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া আল ফাহাদ ও আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট। দেবাশীষ দেবা ও স্বাধীন ইসলামও একটি করে উইকেট উইকেট শিকার করেন।
সাবধানী ব্যাটিংয়ের পর টাইগার বোলিং তোপে শেষ পর্যন্ত ৪২.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৩ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেল আজিজুল হাকিমের দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এমআই