Advertisement
Us Bangla Airlines
৫৯ রানে ৬ উইকেট হারিয়েও জয় পেল বাংলাদেশ

৫৯ রানে ৬ উইকেট হারিয়েও জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১৯:৫৩

লক্ষ্যটা খুব বড় নয়, মাত্র ১২৯। ওয়ানডে ম্যাচে এত ছোট লক্ষ্য অনায়াসে পার করবে যেকোনো দল। বাংলাদেশ সেই লক্ষ্যটা পার করেছে, তবে বেশ কঠিন করে। অলরাউন্ডার সামিউন বশিরের অপরাজিত ৪৫ রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) শুরুতে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় গত ম্যাচে ৩৮৫ করা প্রোটিয়া বাহিনী। জবাবে ১২৯ রান করতে গিয়ে ৫৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। যদিও শেষ হাসিটা হেসেছে যুব টাইগাররা।

হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বিপক্ষে তার অর্ধেক রানও করতে পারেনি প্রোটিয়ারা। যুব টাইগারদের পেস আক্রমণে ৩৪.৪ ওভারে মাত্র ১২৮ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার টাইগার পেসার আল ফাহাদ।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আগ্রাসী সূচনা করেন ওপেনার জাওয়াদ আহমেদ। তবে ৯ বলে ২০ রান করে পরের ওভারেই সাজঘরে ফেরেন তিনি। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা জাগিয়েছিল অধিনায়ক তামিমের দল।

তবে সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন সামিউন বশির ও আল ফাহাদ। আউটসুইং বলকে সোজা খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ফাহাদ। এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ইমন কম রানে আউট হয়ে ম্যাচের নাটকীয়তা আরও বাড়িয়ে তুলেন। তখনও বাংলাদেশকে জিততে আরও ২০ রানের প্রয়োজন ছিল।

অলরাউন্ডার সামিউন বশির রাতুল শেষ পর্যন্ত কোনো বিপদ গড়তে দেননি। ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ফলে এক উইকেটের জয় পায় যুব টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ের পর সাহসী ব্যাটিং- ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে এমন জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে।

এমআই