Advertisement
Us Bangla Airlines
দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ দল

দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ দল

খেলা ডেস্ক

১৮ জুলাই ২০২৫, ১২:০৬

যুব বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির ঘাটতি রাখছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে টাইগার যুবারা।

বেননিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে শুরুতে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন জাওয়াদ আবরার। জবাবে খেলতে নেমে ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় প্রোটিয়া যুবারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ৫ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। নতুন বলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ইকবাল হোসেন ইমন। সেই ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে কোনোরকমে দেড়শ ছুঁয়ে অলআউট হয় প্রোটিয়ারা। দলের বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন মোহাম্মদ বুলবুলিয়া। ৭৯ বলে ৭২ রান করেছেন এই ওপেনার।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৬১ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এরপর মিডল অর্ডারে রিজান হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ দুজনেই ৬৩ রান করেছেন। শেষদিকে ব্যাটিং ব্যর্থতার পরেও ২৮৫ রানে থামে বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৫৫ রানেই সব উইকেট হারায় প্রোটিয়া যুব দল। তাতে ১৩০ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

এমআই