
ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ
খেলা ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২১:৩০
২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে জয় পেয়েছিল টাইগাররা। এবার জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ যুব দল।
জিম্বাবুয়েতে এই সিরিজ অনুষ্ঠিত হবে। যেখানে রাউন্ড রবিন লিগে মোট ৯টি ম্যাচ হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে ৩ বার করে খেলবে। যেই দুই দলের পয়েন্ট বেশি হবে তারা উঠবে ফাইনালে।
আগামী ২৫ জুলাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দিন ব্যাপী টুর্নামেন্ট ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি টানবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারের দুই স্টেডিয়ামে।
উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে নামবে জিম্বাবুয়ে। পরের দিন একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ জুলাই বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে।
একইভাবে আরও দুবার করে মুখোমুখি হবে দলগুলো। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়।
বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
---|---|---|---|
২৫ জুলাই | জিম্বাবুয়ে অ-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অ-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
২৬ জুলাই | বাংলাদেশ অ-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অ-১৯ | সানরাইজ স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
২৮ জুলাই | বাংলাদেশ অ-১৯ বনাম জিম্বাবুয়ে অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
২৯ জুলাই | জিম্বাবুয়ে অ-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
৩১ জুলাই | বাংলাদেশ অ-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
১ আগস্ট | বাংলাদেশ অ-১৯ বনাম জিম্বাবুয়ে অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
৪ আগস্ট | জিম্বাবুয়ে অ-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
৬ আগস্ট | বাংলাদেশ অ-১৯ বনাম দক্ষিণ আফ্রিকা অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
৮ আগস্ট | বাংলাদেশ অ-১৯ বনাম জিম্বাবুয়ে অ-১৯ | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
১০ আগস্ট | ফাইনাল | হারারে স্পোর্টস ক্লাব | ১টা ১৫ মিনিট |
এমআই