
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৮:২১
২০২৬ যুব ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ দল। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হাকিমের দল। এবার দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। সেখান প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুব টাইগাররা।
প্রোটিয়াদের পরীক্ষা নেওয়ার পর জিম্বাবুয়ের হারারেতে পাড়ি জমাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে যুব টাইগাররা। দুই সিরিজকে ঘিরে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ৪ ক্রিকেটার।
অধিনায়ক আজিজুল হাকিমের নেতৃত্বে এই দলের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন জাওয়াদ আবরার। বোলার হিসেবে থাকছেন- শাহরিয়ার আল আমিন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। স্ট্যান্ডবাই হিসেবে আছেন সবুজ।
ব্যাটার হিসেবে ওপেনার জাওয়াদ আবরারের পাশাপাশি রয়েছেন সামিউন বশির রাতুল, রিফাত বেগ, ফরিদ হাসান ফয়সাল ও কালাম সিদ্দিকী। স্ট্যান্ডবাই থেকে আছেন বাঁহাতি ব্যাটার শাহারিয়াল আজমির।
যুব দলে অলরাউন্ডারের তালিকায় রয়েছেন একাধিক ক্রিকেটার। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ব্যাটের পাশাপাশি বলটাও ভালো পারেন। তার সঙ্গে রয়েছেন- দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন। স্ট্যান্ডবাই হিসেবে আছেন শাহরিয়ার আহমেদ ও ফারহান শাহরিয়ার।
উইকেটকিপার ব্যাটার হিসেবে মোহাম্মদ আবদুল্লাহ’র বিকল্প হিসেবে রয়েছেন ফারজান আহমেদ আলিফ ও ফরিদ হাসান ফয়সাল।
আগামী ২৫ জুলাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ দিন ব্যাপী টুর্নামেন্ট ১০ আগস্ট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি টানবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারের দুই স্টেডিয়ামে। এর আগে ১৭, ১৯ ও ২২ জুলাই প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল।
একনজরে বাংলাদেশ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আল আমিন, সামিউন বশির রাতুল, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, রিফাত বেগ, স্বাধীন ইসলাম
স্ট্যান্ডবাই: শাহরিয়ার আহমেদ, শাহারিয়াল আজমির, সবুজ, ফারহান শাহরিয়ার
এমআই