Advertisement
Us Bangla Airlines
শন টেইটের নিয়োগ পজিটিভ দিক, কেন বললেন মিরাজ

শন টেইটের নিয়োগ পজিটিভ দিক, কেন বললেন মিরাজ

খেলা ডেস্ক

১৩ মে ২০২৫, ১৬:০৫

বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এখন সাবেক। তার পরিবর্তে জাতীয় দলের কোচিং প্যানেলে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। গতকাল এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের সঙ্গে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন শন টেইট। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান এই অস্ট্রেলিয়ান। তবে একই বছরের ডিসেম্বরে সেই পদ থেকে পদত্যাগ করেন টেইট। এরপর পাকিস্তান দলের সঙ্গে ১২ মাসের চুক্তিতে কাজ করেছেন তিনি।

নাহিদদের গুরু হলেন টেইট, এক নজরে তাঁর কোচিং ক্যারিয়ার

গেল বছর শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের খন্ডকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গতিদানব শন টেইট।

আন্তর্জাতিক অঙ্গন ছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ শন টেইট। বিপিএলেও একাধিকবার কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন এই অজি পেসার। ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএলের সবশেষ আসরে চট্টগ্রাম কিংস দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান শন টেইট।

বাংলাদেশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা শন টেইটকে এবার জাতীয় দলে কাজ করার সুযোগ দিয়েছে। অস্ট্রেলিয়ার এই পেসারকে বিপিএলে কোচ হিসেবে পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে নতুন বোলিং কোচ নিয়ে কথা বলেছেন মিরাজ।

তিনি বলেন, ‘শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সেবার শন টেইট কিন্তু কোচ ছিল। আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।’

মিরাজ বলেন, ‘দলের জন্য এ টাইপের কোচ থাকা খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। সে নিজে যেহেতু অস্ট্রেলিয়ার মতো দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। ও জানে এখানে কী করতে হবে। আমার মনে হয়, এটা ভালো পজিটিভ দিক যে আমাদের দলের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে।’

এদিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’

এমআই