
সিপিএলে দল পেলেন সাকিব আল হাসান
খেলা ডেস্ক
১৮ জুন ২০২৫, ২০:৪৯
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফের ডাক পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৫ আসরের প্লেয়ার ড্রাফটে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
সিপিএলে ২০১৩ সাল থেকে খেলছেন সাকিব আল হাসান। অভিষেকের বছরে বার্বাডোজ রয়্যালসের হয়ে এক ম্যাচে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের পোস্টার বয়। এরপর সিপিএলে বার্বাডোজ, জ্যামাইকা এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে আরও চার মৌসুম খেলেছেন তিনি।
Still the man with the best ever CPL bowling figures, Shakib Al Hasan will be with the Antigua & Barbuda Falcons in...
Posted by CPL T20 on Wednesday, June 18, 2025
সবমিলিয়ে সিপিএলে ষষ্ঠবারের মতো খেলতে যাচ্ছেন এককালের বিশ্বসেরা অলরাউন্ডার।
সিপিএলের নতুন মৌসুমকে ঘিরে শক্তিশালী দল গড়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। দলটির রিটেইন ক্রিকেটার হিসেবে থাকছেন ফ্যাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রেভস, শামার স্প্রিংগার, জুয়েল অ্যান্ড্রু। এছাড়া ট্রান্সফার ক্যাটাগরিতে এই দলে যুক্ত হয়েছেন ওবেড ম্যাককয়, রাখিম কর্নওয়াল।
ড্রাফটে ছয়জন ক্রিকেটারকে কিনেছে অ্যান্টিগা। এরা হলেন- জেডেন সিলস, ওডেন স্মিথ, আমির জাঙ্গু, কারিমা গোর, কেভিন উইকম, জশুয়া জেমস। বিদেশি ক্যাটাগরিতে সাকিব ছাড়াও রয়েছেন ইমাদ ওয়াসিম (পাকিস্তান), নবীন উল হক (আফগানিস্তান), বেভন জ্যাকবস (ইংল্যান্ড), আল্লাহ গজনফর (আফগানিস্তান)।
A star-studded lineup for the Antigua & Barbuda Falcons. We cannot wait to be back at the Sir Vivian Richards Stadium to watch them in action. #CPL25 #CPLDraft #CricketPlayedLouder #BiggestPartyInSport
Posted by CPL T20 on Wednesday, June 18, 2025
সিপিএলে এখন পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৪৩টি উইকেট শিকার করার পাশাপাশি করেছেন ৪৪৮ রান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতা এবং স্পিনে বৈচিত্র্য তাকে এই লিগে নিয়মিত মুখে পরিণত করেছে। তিন বছর পর এবার সিপিএলে যোগ দিতে চলেছেন তিনি।
আগামী ১৪ আগস্ট থেকে ছয় দলের অংশগ্রহণে সিপিএলের নতুন আসর শুরু হবে। ফাইনাল দিয়ে যার পর্দা নামবে ২১ সেপ্টেম্বর। গ্রুপপর্বে সবমিলিয়ে ৩৪টি ম্যাচ, যেখানে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। আসরের উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল অ্যান্টিগা মাঠে নামবে, যেখানে তাদের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
এমআই