
৫ মাস পর মাঠে ফেরা সাকিবের সামনে রেকর্ডের হাতছানি
খেলা ডেস্ক
১৫ মে ২০২৫, ২১:১৭
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর ঘরের মাঠে খেলা হয়নি সাকিবের। জাতীয় দলের জার্সিতে ভারতের মাটিতে সবশেষ টেস্ট খেলেছেন তিনি। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন টাইগার অলরাউন্ডার। বল করতে না পারার দায়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও জায়গা হয়নি তার।
দুঃসময়ের কালো মেঘ ভেদ করে সাকিব ফিরেছেন আপন রূপে। গেল মার্চে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তিনি। যদিও এরই মধ্যে পিএসএল, আইপিএলের সব প্রস্তুতি শেষ হয়ে যাওয়ায় সাকিবকে দলে নেয়নি কেউ। তবে পাক-ভারত সংঘাতের কারণে পিএসএলে ডাক পেয়েছেন সাকিব।
পাকিস্তান সুপার লিগে লাহোর কালোন্দার্সের হয়ে মাঠ মাতাবেন এই অলরাউন্ডার। আগামী ১৭ মে শুরু হচ্ছে পিএসএলের বাকি আসর। যেখানে ১৮ মে মাঠে নামবে সাকিবের লাহোর। সেই ম্যাচে সাকিব স্কোয়াডে থাকলে পুরো ৫ মাস পর মাঠে নামবেন তিনি।
গত বছরের ডিসেম্বরে সবশেষ স্বীকৃত ক্রিকেটে খেলেছেন সাকিব আল হাসান। লঙ্কান টি-টেন লিগে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত খেলেছেন তিনি। এরপর বিভিন্ন লিগে সাকিবের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কারণ, বোলিং নিষেধাজ্ঞায় পূর্ণ অলরাউন্ডার হয়ে খেলতে পারবেন না।
গেল মার্চে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর সাকিব আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন। বাইশ গজে ফিরতে জিমে সময় কাটিয়েছেন। দুবাইয়ে করেছেন আলাদা অনুশীলন। এবার যেন পরিশ্রমের প্রতিদান হিসেবেই মাঠে ফিরছেন সাকিব আল হাসান।
গতকাল সাকিবের পিএসএলে যাওয়ার কথা শুনলেও আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালোন্দার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় লাহোর জানিয়েছে, ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিব তাঁদের দলের হয়ে টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন। ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামী ১৮ মে পেশওয়ারের বিপক্ষে খেলতে নামবে লাহোর কালোন্দার্স। সেই ম্যাচে সাকিবের সামনে থাকবে রেকর্ড গড়ার হাতছানি। লাহোরের জার্সিতে ২টি উইকেট শিকার করতে পারলেই পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি। বর্তমানে এ তালিকায় শীর্ষে আছেন রিশাদ হোসেন। লাহোরের জার্সিতে এবার ৯ উইকেট তুলেছেন তিনি। যেখানে পিএসএলে ১৪ ম্যাচ খেলা সাকিবের উইকেট সংখ্যা ৮টি।
Welcoming our newest Qalandar! Bangladesh’s star all-rounder Shakib Al Hasan joins Lahore Qalandars. He has replaced...
Posted by Lahore Qalandars on Thursday, May 15, 2025
এদিকে লাহোরে যুক্ত হয়ে রোমাঞ্চিত সাকিব। তিনি বলেন, ‘এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।’
এবারের পিএসএলে লাহোর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। লিগ পর্বে আর একটি ম্যাচই বাকি আছে দলটির। সেরা চারে থাকলে প্লে–অফে উঠবে লাহোর।
এমআই