
এশিয়া কাপে আছেন সাকিব আল হাসান!
খেলা ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৩:০৪
টি-টোয়েন্টি ফরম্যাটে গেল বিশ্বকাপে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এক ইন্টারভিউতে অবসরের দিনক্ষণ বলেছিলেন সাকিব। কথা মোতাবেক কাজ। ২০২৪ বিশ্বকাপই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবশেষ পথচলা। গেল বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিব এ তথ্য জানিয়েছেন।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে থেকে অবসরের রূপরেখা দিয়েছিলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে সাদা পোশাককে বিদায় জানাতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা ছিল তার।
রাজনৈতিক কারণ ও বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিবের শেষ দুই ইচ্ছে পূরণ হয়নি। তাতে জাতীয় দলকে পুরোপুরি বিদায় জানাতে পারেননি এই বাঁহাতি। যদিও টি-টোয়েন্টি থেকে তার সরে দাঁড়ানো নিশ্চিত হওয়া গেছে। সেই সাকিবকেই এখনও দলে চাইছেন তার ভক্তরা।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নেওয়া সাকিব স্বাভাবিকভাবে এশিয়া কাপে খেলবেন না। কিন্তু সাকিবকে নিয়েই এশিয়া কাপের বিজ্ঞাপন বানিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস নেটওয়ার্ক।
এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ এর বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, সবচেয়ে বড় স্টার। টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া সাকিবকে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরাও। জাতীয় দলের জার্সিতে না থেকেও এশিয়া কাপে বাংলাদেশের তারকা হয়েই যেন আছেন সাকিব।
ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র দেখানো হয়েছে।
বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান—এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি— ৩০ সেকেন্ডের প্রোমোর কাভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।
এমআই