Advertisement
Us Bangla Airlines
সাকিবের পর যে রেকর্ডে নাম লেখালেন শেখ মেহেদী

সাকিবের পর যে রেকর্ডে নাম লেখালেন শেখ মেহেদী

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৫, ১৩:৪৬

বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন সংস্করণে ব্যাটে-বলে সমানতালে রাজত্ব করেছেন এই তারকা ক্রিকেটার। তবে সাদা বলের ক্রিকেটে সাকিবের প্রভাব ছিল বাকিদের তুলনায় অনেক বেশি। অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় এক নম্বর অবস্থানে ছিলেন বাংলাদেশের পোস্টার বয়।
 
বিশ ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানান তিনি। সাকিবের বিদায়ের পর এখনো একজন যোগ্য অলরাউন্ডারের খোঁজে রয়েছে বাংলাদেশ। তবে সেই অভাব পূরণ করতে পারেননি মিরাজ কিংবা শেখ মেহেদী কেউই।
৪৬৭৯ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন শেখ মেহেদী
টি-টোয়েন্টি দলে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন এই দুই অলরাউন্ডার। তবে এরই মাঝে দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রান ও ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শেখ মেহেদী। শ্রীলঙ্কা সিরিজেই এই কীর্তিতে নাম লেখান তিনি।
 
লঙ্কা সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি শেখ মেহেদী। তবে শেষ ম্যাচে খেলতে নেমেই ৪ উইকেট শিকার করেন এই ডানহাতি স্পিনার। এর মাধ্যমেই উইকেটের অর্ধশতকে পৌঁছান তিনি। এর আগে নিজের ৪৪তম ম্যাচে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন মেহেদী। সব মিলিয়ে ৩০০ রান ও ৫০ উইকেটের এই কীর্তি গড়তে ৫৮টি ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রান ও ৫০ উইকেটের কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। ২০১৬ সালে শেখ আবু নাসের স্টেডিয়ামে এই রেকর্ডে নাম লেখান তিনি। তবে সাকিবের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল মাত্র ৪২ ম্যাচ।
 
সাকিব ও মেহেদীর পর এই রেকর্ডের কাছাকাছি অবস্থানে আছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টি-টোয়েন্টিতে তিনি এখন পর্যন্ত ২১২ রান করার পাশাপাশি নিয়েছেন ৪৫টি উইকেট। অন্যদিকে, মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টিতে ৪০৮ রান করলেও উইকেট মাত্র ১৮টি।
 
এমআই