Advertisement
Us Bangla Airlines
জরিমানার কবলে শেখ মেহেদী

জরিমানার কবলে শেখ মেহেদী

খেলা ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

খুলনার বড় লক্ষ্যের জবাবে রংপুরের শুরুটা ভালো ছিল না। তবুও একপাশ আগলে রেখেছিলেন সৌম্য সরকার। এর মাঝে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শেখ মেহেদী। তাতে দুই চার এবং দুই ছয়ে ১৪ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার। মেহেদী দারুণ ব্যাটিংয়ে রংপুরের জয়টা সহজ মনে হয়েছিল। কিন্তু সেই ব্যাটিং ঝড় থামিয়ে দেন মোহাম্মদ নওয়াজ।

দলের খুব গুরুত্বপূর্ন সময়ে আউট হয়ে মেজাজ হারান রংপুরের এই ক্রিকেটার। তাতে মাঠেই ব্যাট ছুঁড়ে মারেন তিনি। এমনকি ডাগ আউটে ফেরার পথে নিজের প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা যায় এই ক্রিকেটারকে। মেহেদী আউট হওয়ার পর রংপুরের হয়ে আর দাঁড়াতে পারেননি কোনো ব্যাটার। ফলে টানা চতুর্থ হারের স্বাদ গ্রহণ করে সোহানের দল।

খুলনার বিপক্ষে পরাজয়ের ক্ষতের দিনে জরিমানার কবলে পড়েছেন শেখ মেহেদী। আউট হয়ে ব্যাট ছুঁড়ে মারায় তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছেন অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও শ্রীলঙ্কার রবীন্দ্র উইমলাসিরি। একই কারণে মেহেদীকে ২৫ শতাংশ ম্যাচ ফি এবং তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট জুড়ে দেওয়া হয়।

ম্যাচ রেফারি সেলিম শাহেদ শেখ মেহেদীকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। মেহেদী নিজের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আগেও ঘরোয়া ক্রিকেটে মেহেদী আচরণ বিধি ভেঙে শাস্তি শুনেছিলেন। তবে এই বিপিএলে এবারই প্রথম শাস্তির কবলে পড়েছেন এই অলরাউন্ডার।

এদিকে আগামীকাল বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই নির্ধারিত হবে শেষ চারের বাকি একটি দল। বরিশাল, রংপুর, চিটাগংয়ের সঙ্গে আসতে পারে দুর্বার রাজশাহী অথবা খুলনা টাইগার্স।

এমআই