
৪৬৭৯ দিনের পুরনো রেকর্ড ভাঙলেন শেখ মেহেদী
খেলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৩:১০
কম্বিনেশনের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি শেখ মেহেদীর। তবে প্রেমাদাসার পিচ বিবেচনায় এই স্পিনারের জায়গা একরকম নিশ্চিত করে রেখেছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজে প্রথমবার একাদশে জায়গা পেয়েই বাজিমাত করেছেন এই ডানহাতি স্পিনার।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। বিশ ওভারের ক্রিকেটে এটাই তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি স্পিনার।
লঙ্কানদের উড়িয়ে দেওয়ার দিনে প্রেমাদাসায় ১৩ বছর আগের রেকর্ড ভেঙেছেন শেখ মেহেদী। সফরকারী বোলার হিসেবে সেরা বোলিং ফিগারে নাম লিখিয়েছেন তিনি। এর আগে ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন হরভজন সিং।
ভারতীয় স্পিনারের তুলনায় গতকাল এক রান কম খরচায় ৪ উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। তাতে ৪ হাজার ৬৭৯ দিনের পুরনো রেকর্ড ভেঙেছেন বাংলাদেশি স্পিনার।
প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার অবশ্য ওয়ানিন্দু হাসারাঙ্গার। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কার এই লেগস্পিনার ২০২১ সালে ভারতের বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। গতকাল তার রেকর্ড ভাঙতে পারেননি মেহেদী।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৪ উইকেট শিকার করেছেন শেখ মেহেদী। এর আগে ২১ রানে ৪ উইকেট শিকারের রেকর্ড রয়েছে মোস্তাফিজের। এই দুই বোলার ছাড়া লঙ্কানদের বিপক্ষে আর কোনো বাংলাদেশি বোলার ৪ উইকেট নিতে পারেননি।
এমআই